Advertisement
Advertisement

Breaking News

Alipurduar

ছুটিতে বাড়ি ফিরেছিলেন, আলিপুরদুয়ারে হাতি পিষে দিল পুলিশ কনস্টেবলকে

রবিবার ভোররাতে বক্সা জঙ্গল থেকে একটি হাতি গ্রামে ঢুকেছিল।

Police killed in attack by elephant in Alipurduar
Published by: Suhrid Das
  • Posted:January 12, 2025 1:59 pm
  • Updated:January 12, 2025 1:59 pm  

রাজ কুমার, আলিপুরদুয়ার : হাতির হানায় মারা গেলেন এক পুলিশ কর্মী। মৃতের নাম সিণ্টু টিগ্গা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার দক্ষিণ লতাবাড়ি এলাকায়। গ্রামে হাতি ঢুকে হামলা চালায়। তাতেই তিনি প্রাণ হারান বলে খবর।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, রবিবার ভোররাতে বক্সা জঙ্গল থেকে একটি দলছুট হাতি আলিপুরদুয়ারের দক্ষিণ লতাবাড়ি এলাকায় হানা দেয়। একাধিক বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি চালাতে থাকে। হাতি গ্রামে এসেছে, বুঝতে পেরে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েছিলেন। অনেকে হাতি তাড়াতে বাইরেও বেরিয়েছিলেন। দার্জিলিং জেলার পুলিশ কনস্টেবল পদে কর্মরত ছিলেন সিণ্টু টিগ্গা। সম্প্রতি তিনি ছুটি নিয়ে দক্ষিণ লতাবাড়িতে নিজের বাড়ি এসেছিলেন। তাঁদের বাড়িতেও হামলা চালিয়ে পাশের সুপারি গাছের বাগান তছনছ করতে ঢুকেছিল ওই হাতিটি।

Advertisement

সিণ্টু টিগ্গা তাঁর দুই ভাই ও ভাইপোকে নিয়ে হাতি তাড়াতে সেখানে গিয়েছিলেন। সেসময় হাতিটি তাঁদের দিকে পালটা ধাওইয়া করে। অন্যান্যরা পালাতে সক্ষম হলেও তিনি পড়ে গিয়েছিলেন। হাতিটি গিয়ে তাঁকে পা দিয়ে পিষে দেয়। ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে গ্রাম থেকে হাতিটি ফের বনে ফিরে যায়। এই ঘটনায় প্রবল আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করেছে।

আলিপুরদুয়ারের বক্সার জঙ্গল থেকে মাঝেমধ্যেই হাতি বেরিয়ে এসে হামলা চালায়। হাতির হামলায় সাম্প্রতিক অতীতে একাধিক মানুষের প্রাণ গিয়েছে। বনদপ্তরের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। তারপরেও লোকালয়ে হাতির হানা ঠেকানো যাচ্ছে না। স্থানীয়দের অভিযোগ, হাতির আতঙ্কে মানুষজন মাঝেমধ্যে বাড়ি থেকে বেরতে পর্যন্ত পারেন না। বনদপ্তর থেকে এই বিষয়ে স্থায়ী কোনও ব্যবস্থা পর্যন্ত করা হচ্ছে না।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement