BREAKING NEWS

৭ আশ্বিন  ১৪৩০  সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

নাবালিকার বিয়ে রুখতে গিয়ে ঢোলাহাটে ‘আক্রান্ত’ পুলিশ, গ্রেপ্তার ৬

Published by: Sayani Sen |    Posted: June 8, 2023 11:44 am|    Updated: June 8, 2023 11:46 am

Police officials allegedly attacked in Dholahat । Sangbad Pratidin

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: ফের আক্রান্ত পুলিশ। নাবালিকার বিয়ে রুখতে গিয়ে জখম হলেন উর্দিধারীরা। এই ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানার মতিলাল পাইকপাড়ায় উত্তেজনা। এখনও পর্যন্ত ছ’জনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

বুধবার মতিলাল পাইকপাড়া এলাকায় এক নাবালিকার বিয়ে খবর পায় পুলিশ। সে খবর পাওয়ামাত্রই নড়েচড়ে বসে ঢোলাহাট থানার পুলিশ। উর্দিধারীরা গিয়ে দেখেন, বাড়িজুড়ে অনু্ষ্ঠানের আবহ। দুপুরে খাওয়াদাওয়া চলছে। যাঁর বিয়ে হচ্ছে, তাঁর বয়স জানতে চাওয়া হয়। কনের সঙ্গেও দেখা করতে চান পুলিশকর্মীরা। তবে তার সঙ্গে পুলিশকে দেখা করতে বাধা দেওয়া হয়।

[আরও পড়ুন: মোটা বেতন, বোনাস থেকে ক্লাবের শেয়ার! বেকহ্যামের ক্লাবে কী কী পাবেন মেসি?]

অভিযোগ, কনের পরিবারের সঙ্গে পুলিশকর্মীদের বচসা বাঁধে। মুহূর্তের মধ্যে তা হাতাহাতির রূপ নেয়। পুলিশের গাড়িচালক জখম হন। প্রাথমিক চিকিৎসার পর তিনি অবশ্য সুস্থই রয়েছেন। খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় এখনও পর্যন্ত ছ’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[আরও পড়ুন: ‘মেয়েকে যৌন হেনস্তা করেননি ব্রিজভূষণ’, তদন্তের মধ্যেই বয়ান বদল নাবালিকার বাবার]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে