Advertisement
Advertisement

Breaking News

‘রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির অবস্থা’, দিলীপের দাবির পালটা ফিরহাদের

ঝাড়খণ্ড থেকে লোক এনে শেখ দিলদারকে খুন করা হয়েছে বলে দাবি ফিরহাদ হাকিমের৷

Political clashes in bengal
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 23, 2018 3:16 pm
  • Updated:October 31, 2018 1:50 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটের উত্তাপে পুড়ছে বাংলা৷ পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে তপ্ত বাংলার রাজনীতি৷ বোমা-গুলির লড়াইয়ে দিনভর সরগরম বাংলা ভোটের ময়দান৷ তৃণমূল-বিজেপি সংঘর্ষে বীরভূমের গুলিবিদ্ধ হয়ে মৃত রাজনৈতিক কর্মী৷ ভোটের উত্তপ্ত পরিস্থিতির মাঝে শুরু হয়েছে মৃতদেহ নিয়ে তরজা৷ তৃণমূল ও বিজেপি উভয়ই মৃত ওই ব্যক্তি তাদের দলের সদস্য বলে দাবি করেছে৷ শুরু হয়েছে  রাজনৈতিক কর্মীর দেহ দখলের লড়াই৷

 মনোনয়নকে কেন্দ্র করে রণক্ষেত্র সিউড়ি, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু রাজনৈতিক কর্মীর ]

Advertisement

আজ মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় সিউড়ি৷ বোমা-গুলির লড়াইয়ে প্রাণ হারান শেখ দিলদার৷ রাজনৈতিক সংঘর্ষে মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শাসক-বিরোধী দলের তরফে শুরু হয় কাদা ছোড়াছুড়ির পর্ব৷ সাংবাদিক বৈঠক ডেকে মৃত শেখ দিলদার তাঁদের দলের সংখ্যালঘু সেলের কর্মী বলে দাবি করেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ এদিন রাজ্যের আইন-শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন তিনি৷ সন্ত্রাসের পরিস্থিতি চলতে থাকলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির দাবি জানান দিলীপ৷ বলেন, ‘‘রাজ্যে ৩৫৬ ধারা জারির পরিস্থিতি তৈরি হয়েছে৷ তবে আমরা এখনই এই দাবি তুলছি না৷ আমরা আগেই বলেছিলাম, পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা না রাখা হলে এই পরিস্থিতি হবে৷ আজ আমাদের সাড়ে বারশো কর্মী আক্রান্ত হয়েছে৷ সিউড়িতে আমাদের সংখ্যালঘু মোর্চার জেলা সাধারণ সম্পাদক শেখ দিলদারকে গুলি করে খুন করা হয়েছে৷ রাজ্য জুড়ে ভয়ের পরিস্থিতি তৈরি হয়েছে৷ প্রশাসন, কমিশন ও শাসকদল রাজ্যে ভোট ভন্ডুল করে দিতে চাইছে৷’’

Advertisement

[  পঞ্চায়েত ভোটের মনোনয়ন LIVE: রক্তাক্ত সিউড়ি, রাজনৈতিক কর্মীর মৃত্যু ঘিরে তরজা ]

বিজেপির তোলা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম৷ শেখ দিলদার তৃণমূল কর্মী বলে জানান ফিরহাদ৷ বলেন, ‘‘বিহার-ঝাড়খণ্ড থেকে লোক আনিয়ে বিজেপি বীরভূমে গণ্ডগোল বাধাচ্ছে৷ এর আগেও ওই একই এলাকায় হামলা চালিয়েছিল বিজেপি৷ গুলি-বোমা-ভয় দেখিয়ে বাংলায় আগুন জ্বালানোর চেষ্টা করছে বিজেপি৷ এটা কখনই মেনে নেওয়া হবে না৷’’ মন্ত্রীর সঙ্গে সঙ্গে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, ‘‘শেখ দিলদার আমাদের কর্মী৷ বিজেপি এখানে হামলা চালিয়েছে৷ বহিরাগতদের আনিয়ে মানুষকে ভয় দেখাচ্ছে বিজেপি৷’’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ