Advertisement
Advertisement

Breaking News

বন্ধুর বোনের বিয়েতে গিয়ে জলে ডুবে মৃত্যু পলিটেকনিক পড়ুয়ার

গোটা বিষয়টির উপর নজর রাখছে পুলিশ৷

Polytechnic student drowning in water
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 8, 2018 7:11 pm
  • Updated:July 8, 2018 7:11 pm

দেবব্রত মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: বন্ধুর বোনের বিয়েতে গিয়ে জলে ডুবে মৃত্যু পলিটেকনিক পড়ুয়ার৷ নিহতের নাম সৌম্যদীপ মণ্ডল (২১)। বাড়ি বাঁকুড়া বিষ্ণুপুর থানা এলাকায়৷ রবিবার দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার উস্থি এলাকায়৷

[বৃদ্ধা মাকে চুলের মুঠি ধরে মারধর মদ্যপ ছেলের, ঝাড়গ্রামের ঘটনায় সমালোচনার ঝড়]

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, সৌম্যদীপ কাঁথি পলিটেকনিক কলেজের তৃতীয় বর্ষের ছাত্র৷ ছয় বন্ধু মিলে উস্থিতে যান সহপাঠী সায়ন হালদারের বোনের বিয়েতে। তারপর শনিবার একটি মাঠে যান ফুটবল খেলতে। সেখানে ফুটবল খেলা চলাকালীন বল চলে যায় একটি পুকুরে৷ তা তুলতে নামেন সৌম্য৷ সাঁতার না জানায় পুকুরে পড়ে জলে ডুবে যায় সে৷ চেষ্টা করেও বাঁচাতে পারেনি অন্যবন্ধুরা৷ দেহটি পরে উদ্ধার করে ডায়মন্ডহারবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ এরপর চিকিৎসকরা ওই ছাত্রকে মৃত বলে ঘোষণা করেন। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় উস্থি থানার পুলিশ৷ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সঙ্গে থাকা অন্য বন্ধুদের৷

Advertisement

[যাত্রী সেজে গাড়ি লুটের চেষ্টা, বর্ধমান যাওয়ার পথে চালককে খুন ৪ দুষ্কৃতীর]

কিন্তু, চোখের সামনে যুবকে জলে ডুবতে দেখে অন্য বন্ধুরা কেন তাঁকে বাঁচাতে যাননি, তা নিয়ে উঠছে প্রশ্ন৷ দুর্ঘটনার সময় বাকি বন্ধুদের কী ভূমিকা ছিল তা নিয়েও উঠছে প্রশ্ন৷ খেলা চলাকালীন ওই ছাত্রের বন্ধুরা ছাড়াও আর কারা কারা সেই সময়ে উপস্থিত ছিলেন তাও পুলিশের তরফে খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে৷ শুধুই কি দুর্ঘটনা, না কি এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ, এখনও পরিষ্কার না হলেও গোটা বিষয়টির উপর নজর রাখছে পুলিশ৷

Advertisement

[শিলিগুড়ির ফুলবাড়ি থেকে উদ্ধার ১০ কেজি চোরাই সোনা, গ্রেপ্তার ২ পাচারকারী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ