দুই বিজেপি নেতার নামে পোস্টারে ছয়লাপ কামারহাটি। নিজস্ব চিত্র
রূপায়ণ গঙ্গোপাধ্যায় এবং অর্ণব দাস: বিজেপির কলকাতা উত্তর শহরতলি জেলা কার্যালয়ে জেলা সভাপতি-সহ আরেক নেতার নামে পোস্টার! শনিবার সকালে কামারহাটির আগরপাড়া টেক্সটমেকো বয়াল গেট সংলগ্ন এলাকায় এই পোস্টার নজরে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। পোস্টার সাঁটানো হয় মুরলি ধর সেন লেনে রাজ্য দপ্তরের সামনেও।
পোস্টারে সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি চণ্ডীচরণ রায় সহ আরেক নেতা দীপাঞ্জন গুহর নাম উল্লেখ করে লেখা হয়েছে― ‘টাকা, নারী, বাড়ি, গাড়ি দাও, চণ্ডীচরণ ও দীপাঞ্জনের থেকে পদ নাও।’ একইসঙ্গে ‘এই দুই নেতার অনুগামীদের হটাও, কলকাতা উত্তর শহরতলী জেলা বিজেপি বাঁচাও’ বলেও পোস্টারে লেখা রয়েছে। ‘কলকাতা উত্তর শহরতলী জেলা বিজেপির কর্মীবৃন্দ’ এই পোস্টার লাগিয়েছে বলেই পোস্টারের নিচে দাবি করা হয়েছে। দিনভর এই পোস্টারকে ঘিরে জলঘোলা হয়েছে রাজনৈতিক মহলে। দুপুরের দিকে মুরলি ধর সেন লেনে রাজ্য দপ্তরের সামনেও এই পোস্টার সাঁটানো হয়। দলের চোখে পড়তেই তড়িঘড়ি ছিড়ে ফেলা হয় সেগুলি। এমনকী, এনডিএ সরকারের ১১ বছরের সাফল্য উদযাপন করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি দেওয়া তোরণের উপরও এই পোস্টার সাঁটানো হয়েছিল।
এনিয়ে কলকাতা উত্তর শহরতলি জেলা বিজেপির সভাপতি চণ্ডীচরণ রায়ের প্রতিক্রিয়া নিতে একাধিক বার ফোন করা হয়েছিল। কিন্তু তিনি ফোন তোলেননি। যদিও ঘটনাটির বিরোধীদের চক্রান্ত বলেই দাবি করেছে গেরুয়া শিবিরের একাংশ। তবে, কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। কামারহাটি পুরসভার চেয়ারম্যান তৃণমূল নেতা গোপাল সাহা জানিয়েছেন, “বিজেপির যে কর্মীরা এই পোস্টার লাগিয়েছেন তাঁদের বলব বিজেপি করছেন কেন! যে দলে স্বচ্ছতার সঙ্গে রাজনীতি করতে পারবেন, সেই দলে যোগ দিন। কেউ যদি তৃণমূল আসতে চান আবেদন করুন।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.