Advertisement
Advertisement
Purba Medinipur

গোপনাঙ্গে ফোঁড়া নিয়ে বন্ধুদের মশকরা! অবসাদে রেললাইনে ‘ঝাঁপ’ তরুণের

পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

Purba Medinipur: A man's body recovered from railway line

প্রতীকী ছবি।

Published by: Subhankar Patra
  • Posted:November 2, 2024 11:12 am
  • Updated:November 2, 2024 1:05 pm  

রঞ্জন মহাপাত্র, কাঁথি: বেশ কিছুদিন ধরেই গোপনাঙ্গে ফোঁড়ার সমস্যায় ভুগছিলেন তরুণ। তা নিয়ে ঠাট্টা, মশকরা করতেন বন্ধুরা। যার ফলে মানসিক অবসাদের শিকার হন তিনি। চিকিৎসাও চলছিল। এরই মাঝে শুক্রবার রাতে রেললাইনের ধার থেকে উদ্ধার ওই তরুণের ছিন্নভিন্ন দেহ। খুন না আত্মহত্যা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। তবে প্রাথমিক অনুমান, তরুণ আত্মহত্যা করেছেন।

পূর্ব মেদিনীপুরের রামনগরের ঘটনা। মৃত তরুণের নাম প্রীতম দাস। বয়স ২২ বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন আগে তাঁর কিছু শারীরিক সমস্যা ধরা পড়ে। তার পর থেকে বাড়িতেই থাকতেন। মাস ছয়েক আগে গোপানাঙ্গে ফোঁড়া হয়। সেই কথা জানাজানি হতেই বন্ধুরা ও আশেপাশের লোকেরা মশকরা শুরু করেন। সেই ঠাট্টা মেনে নিতে পারতেন না প্রীতম। 

Advertisement

আরও জানা গিয়েছে, যৌন সম্পর্কে সমস্যা এমনকী সন্তান জন্মের ক্ষমতাও তিনি হারাবেন বলে রাগাতেন বন্ধুরা। ফলে মানসিকভাবে আরও ভেঙে পড়েন প্রীতম। পরিবারের তরফে ডাক্তার দেখানো হচ্ছিল। তার মধ্যেই তাঁর ছিন্নভিন্ন দেহ উদ্ধার করল পুলিশ। শোকের ছায়া পরিবারে। রামনগর থানার ওসি অমিত দেব বলেন, “আত্মহত্যার একটি মামলা দায়ের হয়েছে। তদন্ত শুরু হয়েছে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement