BREAKING NEWS

১৬ জ্যৈষ্ঠ  ১৪৩০  বুধবার ৩১ মে ২০২৩ 

READ IN APP

Advertisement

গতির ট্রেনেই নজর রেলের, বন্দে ভারত রক্ষণাবেক্ষণে অত্যাধুনিক ডিপো হাওড়ায়

Published by: Kishore Ghosh |    Posted: March 30, 2023 8:44 am|    Updated: March 30, 2023 8:44 am

Rail depot in Howrah for maintenance of Bande Bharat Train | Sangbad Pratidin

স্টাফ রিপোর্টার : রেল এখন তীব্র গতির ট্রেনের প্রতি নজর দিচ্ছে বেশি মাত্রায়। বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) রক্ষণাবেক্ষণের জন‌্য হাওড়ার (Howrah) ঝিল সাইডিংয়ে নতুন আধুনিক মানের ডিপোর উদ্বাধন করলেন জিএম অরুণ অরোরা। ডিপো উদ্বোধন করে তিনি বলেন, অত্যাধুনিক এই কোচিং কমপ্লেক্সে ত্রিতল বিশিষ্ট। ট্রেনের নিচের অংশ, মাঝের অংশ এবং উপরের অংশ বিভিন্ন তল থেকে রক্ষণাবেক্ষণ করা যাবে একই সঙ্গে। ডিপো তৈরিতে খরচ হয়েছে ১৪০ কোটি টাকা।

জানা গিয়েছে, এরপর এই কোচিং কমপ্লেক্সের গতিশক্তি প্রকল্পে ফেজ টু এবং থ্রি পর্যায়ের কাজ হবে। খরচ হবে ১০৩ কোটি এবং ৬৪ কোটি টাকা। তখন বন্দে ভারত এক্সপ্রেসের পূর্ণাঙ্গ কোচিং কমপ্লেক্সে রূপান্তরিত হবে। যেখানে ১৮ কোচের ট্রেন সম্পূর্ণভাবে রক্ষণাবেক্ষণ করা সম্ভব হবে। এদিন তিনি আরও বলেন, ভবিষ্যতের কথা চিন্তা করে হাওড়া স্টেশনের সিস্টার স্টেশন হিসাবে পূর্ব রেলের ডানকুনি স্টেশনকে তৈরি করা হচ্ছে। সেখানেও দূরপাল্লার ট্রেনের মেনটেন‌্যান্সের জন্য অত্যাধুনিক কোচিং কমপ্লেক্স তৈরি করা হবে। একসঙ্গে ৫০টি বন্দে ভারত এক্সপ্রেস ওখানে থাকতে পারবে।

[আরও পড়ুন: ‘আদানি নন, সব টাকা মোদিই বিনিয়োগ করেছেন’, বিস্ফোরক কেজরিওয়াল]

পাঁচ জ্যোতির্লিঙ্গ ভ্রমণের জন‌্য ‘ভারত গৌরব স্পেশাল টু‌রিস্ট ট্রেন’ চালাচ্ছে রেল। ২০ মে কলকাতা স্টেশন থেকে বিশেষ ট্রেনটি যাত্রা করবে বলে জানান জিএম। ওঙ্কারেশ্বর, মহাকালেশ্বর, সোমনাথ, নাগেশ্বর, শিরডি সাইবাবা, শনি শিংলাপুর ও স্ট‌্যাচু অফ ইউনিটি ভ্রমণ করাবে আইআরসিটিসি (IRCTC)। ট্রেনটিতে ৬৫৬টি আসন থাকবে। ভ্রমণের খরচ তিনটি ভাগে রয়েছে। মাথাপিছু যথাক্রমে ২০,০৬০, ৩১,৮০০, ৪১,৬০০ টাকা। ১১ রাত ১২ দিনের এই টু‌র প‌্যাকেজে ৩ থেকে ১৮ মাসের ইএমআই সুবিধায় ভ্রমণের সুযোগ পাবেন ভ্রমণার্থীরা। আজ এ বিষয়ে বিস্তারিত জানাবেন পূর্ব রেলের জিএম।

[আরও পড়ুন: মানসিক ভারসাম্যহীন রোগীর পকেটে ৯৯ হাজার টাকা! চোখ কপালে হাসপাতাল কর্তৃপক্ষের]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে