Advertisement
Advertisement

Breaking News

১০ দফা দাবিতে অবরোধ আদিবাসীদের, রাজ্যজুড়ে বিপর্যস্ত রেল পরিষেবা

বাতিল বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন, ঘুরপথে চলছে রাজধানীও৷

rail services dirupted due to protest of tribals
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 21, 2018 9:54 am
  • Updated:May 21, 2018 10:20 am

সুমিত বিশ্বাস ও শংকর রায়: উত্তর থেকে দক্ষিণ৷ আদিবাসীদের অবরোধে রাজ্যে বিপর্যস্ত রেল পরিষেবা৷ উত্তরবঙ্গে ধূপগুড়ি স্টেশনে উত্তরবঙ্গ এক্সপ্রসে, মালদহে কাটিহার-মালদহ এক্সপ্রেস-সহ বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে দূরপাল্লার ট্রেন৷ অবরোধের কারণে আসানসোল-রাঁচি প্যাসেঞ্জার, আসানসোল-আদ্রা প্যাসেঞ্জার-সহ বাতিল বেশ কয়েকটি এক্সপ্রেস ট্রেন৷ ঘুরপথে চলছে রাজধানীও৷ এদিকে দুই দিনাজপুরে আবার সড়ক অবরোধও করেছেন আদিবাসীরা৷ শেষ খবর পাওয়া পর্যন্ত, এখনও অবরোধ চলছে৷

[নোটিস দিয়ে গৃহস্থের ঘরে আবির্ভাব ‘অাম্মা ভগবান’-এর, বুজরুকির গন্ধ কাঁকসায়]

Advertisement

তাঁদের ধর্ম সারনাকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে৷ এই দাবিতে শুক্রবার ১২ ঘণ্টার ভারত বনধের ডাক দিয়েছে আদিবাসী সংগঠনগুলি৷ আন্দোলনে শামিল ঝাড়খণ্ড দিশম পার্টিও৷ সেই বনধের প্রভাবেই বিপর্যস্ত রেল পরিষেবা৷ সপ্তাহের প্রথম কাজের দিনে চূড়ান্ত ভোগান্তিতে পড়লেন যাত্রীরা৷ জানা গিয়েছে, এদিন সকাল ৬টা নাগাদ প্রথম রেল অবরোধ শুরু হয় পুরুলিয়ার মধুকুণ্ডা স্টেশনে৷ অল্প সময়ের ব্যবধানে কাঁটাডি ও ইন্দ্রাবিল স্টেশনে অবরোধ শুরু করে দেন আদিবাসীরা৷ তবে শুধু দক্ষিণবঙ্গেই নয়, আদিবাসীদের রেল অবরোধ চলছে উত্তরবঙ্গেও৷ মালদহের আদিনা, উত্তর দিনাজপুরের আলুয়াবাড়ি, ডালখোলা-সহ একাধিক স্টেশনে রেল অবরোধ করেছেন আদিবাসীরা৷ অবরোধের জেরে গোটা রাজ্যে কার্যত ভেঙে পড়েছে রেল পরিষেবা৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, ধূপগুড়িতে আটকে পড়েছে উত্তরবঙ্গ এক্সপ্রেস৷ মালদহ স্টেশনে দাঁড়িয়ে কাটিহার-মালদহ এক্সপ্রেস৷ এদিকে দক্ষিণবঙ্গে আবার আসানসোল-রাঁচি, আসানসোল-আদ্রা-সহ বাতিল বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন৷ ঘুরপথে চলছে রাজধানীও৷

Advertisement

[ঝিল থেকে ব্যক্তির দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য কল্যাণীতে]

এদিকে আবার দুই দিনাজপুরে সড়ক অবরোধও করেছেন আদিবাসীরা৷ দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে রাজ্য সড়কেও অবরোধ চলছে৷ সড়কপথ অবরুদ্ধ উত্তর দিনাজপুরের করণদিঘিতেও৷ অবরোধ তুলতে বিক্ষোভকারীদের সঙ্গে দফায় দফায় আলোচনা চালাচ্ছেন প্রশাসনিক আধিকারিকরাও৷ তবে এখনও পর্যন্ত সমাধানসূত্র অধরা৷ নিজেদের দাবিতে অনড় আদিবাসীরা৷

[কিডনি বিকলের খবরে ঘর ছেড়েছে স্ত্রী, মরণাপন্ন যুবকের পাশে গ্রামের বন্ধুরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ