Advertisement
Advertisement

Breaking News

ফের জঙ্গলমহলে অবরোধ আদিবাসীদের, বিপর্যস্ত রেল পরিষেবা

বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করা হয়।

Rail services in JungalMahal dirupted-due-to-protest-of-tribals
Published by: Tanumoy Ghosal
  • Posted:September 24, 2018 8:53 am
  • Updated:September 24, 2018 8:53 am

টিটুন মল্লিক ও সুনীপা চক্রবর্তী: সাঁওতালি ভাষার স্বীকৃতি-সহ একাধিক দাবি নিয়ে জঙ্গলমহলে ফের রেল ও সড়ক অবরোধ করলেন আদিবাসীরা৷ এর ফলে আপ খড়গপুর-টাটানগর প্যাসেঞ্জার-সহ দুরপাল্লা ট্রেনগুলি আটকে পড়েছে বিভিন্ন স্টেশনে৷ এদিকে বাঁকুড়ার হেদির মোড় ও কাঠজুড়িডাঙায় আবার পথ অবরোধ করেন আদিবাসীরা৷

[ পুলিশকে গাছে বেঁধে পেটানোর নিদান, ইসলামপুরে গ্রেপ্তার বিজেপি নেতা]

Advertisement

সপ্তাহের প্রথম কাজের দিনেই ভোগান্তি চরমে৷ ৯ দফা দাবিতে জঙ্গলমহলে ১২ ঘণ্টা রেল ও সড়ক অবরোধের ডাক দিয়েছে আদিবাসী সংগঠন৷ সকাল থেকে পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায় বিভিন্ন স্টেশন ও রাস্তায় অবরোধ করেন আদিবাসীরা৷ এখনও পর্যন্ত যা খবর, সকাল থেকে অবরোধ চলছে খড়গপুরের কাছে খেমাশুলি, দাঁতন-সহ পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ার বিভিন্ন  স্টেশনে৷ আদিবাসীদের অবরোধে খড়গপুর-টাটানগর ও দক্ষিণ ভারতের বিভিন্ন রুটেও ট্রেন চলাচল বিপর্যস্ত৷ আটকে পড়েছে আপ খড়গপুর-টাটানগর প্যাসেঞ্জার, জনশতাব্দী এক্সপ্রেস, স্টিল এক্সপ্রেস-সহ দূরপাল্লার ট্রেনগুলি৷ এর ফলে নিত্যযাত্রীদের ভোগান্তি চরমে৷ জানা গিয়েছে, পুরুলিয়া ও বাঁকুড়ার মাঝেও ট্রেন আটকানোর চেষ্টা করেন আন্দোলনকারীরা৷ অবরোধ করা হয় সড়কপথও৷ সোমবার সকালে বাঁকুড়া হেদির মোড় ও কাঠজুড়ি ডাঙায় পথ আটকে বিক্ষোভ দেখান আদিবাসীরা৷ কোতুলপুরের নেতাজি মোড়ে আবার অবরোধ ভেঙে এগনোর চেষ্টার করলে, দুটি মোটরবাইকে ভাঙচুর চলে৷ সবমিলিয়ে সপ্তাহের প্রথম কাজের দিনেই অবরুদ্ধ জঙ্গলমহল৷

Advertisement

কয়েক মাসে আগেও একই দাবিতে রাজ্যজুড়ে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছিল আদিবাসীদের সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল৷ অবরোধে বিপর্যস্ত হয়ে পড়েছিল রেল পরিষেবা৷ বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল হয়ে যায়৷ এমনকী, ঘুরপথে চলেছিল রাজধানী এক্সপ্রেসও৷ সেবার শুধু জঙ্গলমহলেই নয়, উত্তরবঙ্গে রেল অবরোধ করেছিলেন আদিবাসীরা৷

[ সরকারি চাকরির পরীক্ষায় ‘হাইটেক টুকলি’! পুলিশের জালে ‘মুন্নাভাই’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ