BREAKING NEWS

৯ আশ্বিন  ১৪৩০  বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

প্রসাদী ‘কারণ সুধা’য় মজেছে ভক্তগণ, মদ বিক্রিতে রেকর্ড তারাপীঠে

Published by: Kumaresh Halder |    Posted: September 12, 2018 9:38 am|    Updated: September 12, 2018 1:25 pm

Record liquor sale near Tarapith temple

নন্দন দত্ত, সিউড়ি: তারাপীঠ ভাসল কারণ সুধায়৷ কৌশিকী অমাবস্যায় সোমরসে মজলেন ভক্তরা৷ দূরদূরান্ত থেকে কেউ গিয়েছে মায়ের কাছে প্রার্থনা জানাতে, কেউ আবার সুযোগ বুঝে মদের পাত্রে চুমুক দিতে৷ যুক্তি, মায়ের পুজোয় তন্ত্রমতে প্রসাদ হিসাবে আকণ্ঠ মদ্যপান করতে হয়৷ তবে, সবকিছু দেখেও কিছুই যেন দেখছে না স্থানীয় প্রশাসন৷ নজরদারির অভাবেই তারাপীঠ এখন অপরাধের স্বর্গরাজ্য হয়ে উঠেছে বলে অভিযোগ স্থানীয়দের৷

[শাসকদলের তাবেদারি করছে প্রশাসন, অভিযোগে ‘অর্ধনগ্ন’ প্রতিবাদ বিজেপি-র]

তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান, তারাপীঠে মাকে নিবেদন করতে হয় মৎস্য, মাংস ও কারণ সুধা। তাই এই ক্ষেত্রে সেটা মায়ের প্রসাদ। যেটা বাইরে নেশার বস্তু, সেটাই তারাপীঠে মহাপ্রসাদ৷ তাই এবার কয়েক লক্ষ ভক্ত সমাগমের মাঝে মদের রেকর্ড বিক্রি হল৷ তবে, তার সঠিক পরিমাণ কত এখনও আবগারি দপ্তরের আধিকারিকরা তা স্পষ্ট বলতে পারেননি। মদের দোকানের মালিকদের হিসাবে সব রেকর্ড ছাড়িয়ে গিয়েছে সোমরসে আর ভক্তিরসে মাখামাখি হয়ে৷ তারাপীঠের প্রসাদের নামে মদ বিক্রির জন্য বিভিন্ন নামি-দামি কোম্পানি আবার মদের সঙ্গে উপহার সাজিয়ে রাখলেন দোকানের সামনে। উপহার নিয়ে অবশ্য কেউ আপত্তি তোলেননি। কেউ বলেছেন, সামনের বছর এমন ছুটির দিন দেখে যেন মায়ের জন্মদিন হয়। আর উপহারের বাক্স যেন একটু জুতসই হয়। কিন্তু কেনইবা এবার রেকর্ড ছাড়ানো মদের বাজার তারাপীঠে। অনেকের মতে এবছর মদের বোতলের আকার ছোট। তাই প্রসাদে ঠিক মন ভরেনি। ফলে দোকানে পাড়ি দিয়েছেন ভক্তরা৷ আবার বিহারে মদ নিষিদ্ধ করেছে সরকার৷ তাই তারাপীঠে প্রসাদ পেতে ছুটির দিনে হাজির হয়েছেন অনেকেই৷

[বন্ধ বার্ধক্য ভাতা, জীবিত থাকার প্রমাণ দিতে হল অশীতিপর বৃদ্ধাকে]

আবগারি দপ্তরের হিসাবে এবার আগে থেকেই অবৈধ লেবেল দেওয়া মদের অনুপ্রবেশ বন্ধ করা গিয়েছে তারাপীঠে। তাই তারাপীঠের ১৬টি দোকানে নির্দিষ্ট সময়েই ক্রেতারা হাজির হয়েছেন মদ কিনতে। কিন্তু তারাপীঠে এই অবাধ ভক্তদের জন্য কিছুটা হলেও অস্বস্তিতে পড়েছে মহিলারা। কেননা ভক্তরা ভক্তিরসে কোথাও ঢলে পড়েছে মেয়েদের গায়ে। কোথাও বেহুঁশ হয়ে পথের ধারে পড়ে থেকেছে৷ আবার পরিবারের সঙ্গে এসে পুজোর আনন্দটা মাটি করে দিয়েছে কারণ সুধার অতিমাত্রা৷ ফলে কৌশিকীতে মায়ের আবির্ভাব দিবসে এই অতিভক্তদের নিয়ন্ত্রণ করার দাবি উঠেছে৷

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে