Advertisement
Advertisement

Breaking News

চাঁদার নামে তোলাবাজি, ট্রাকচালককে মারধরের প্রতিবাদে শিল্পতালুকে পথ অবরোধ

পুলিশি নিরাপত্তার আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন চালকরা৷

road bloc by truck drivers in Durgapur
Published by: Kumaresh Halder
  • Posted:September 29, 2018 3:54 pm
  • Updated:September 29, 2018 4:51 pm

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: পুজোয় চাঁদার নামে জুলুমবাজি৷ দাবি মতো চাঁদা না মেলায় ট্রাকচালককে মারধর ও ট্রাক ভাঙচুরের অভিযোগ দুর্গাপুরে৷ প্রতিবাদে পথ অবরোধ ট্রাকচালকদের৷ পরে পুলিশি নিরাপত্তার আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন চালকরা৷

[ঘুমন্ত মহিলাকে বিছানা থেকে তুলে আছাড় মারল হাতি! আতঙ্ক কুমারগ্রামে]

স্থানীয় সূত্রে খবর, দুর্গাপুরের বেসরকারি শিল্পতালুকের কোকওভেন থানা এলাকার অঙ্গদপুর রোডে চাঁদার দাবিতে একটি ট্রাকে চড়াও হয় দুষ্কৃতীরা৷ অঙ্গদপুর হেড কোয়ার্টারের সামনে একটি বেসরকারি কারখানা থেকে ট্রাকটি পণ্যবোঝাই করে হাওড়ার লিলুয়ায় যাচ্ছিল৷ মাঝপথে অঙ্গদপুর রোডের উপর ট্রাক দাঁড় করায় স্থানীয় একদল দুষ্কৃতী৷ দুর্গাপুজোর জন্যে ৩০০ টাকা দাবি করা হয়৷ ট্রাকচালক সুভাষ রায় ১০০ টাকা দিতে রাজি হলে শুরু হয় বচসা৷ কিছুক্ষণ বচসা চলার পর শুরু হয় দুষ্কৃতী তাণ্ডব৷ ট্রাকের চালকের আসন থেকে জোর করে নামিয়ে এনে ব্যাপক মারধর করা হয় সুভাষবাবুকে৷ রড, লাঠি নিয়ে মারা হয় তাঁকে৷ প্রায় জনা পঞ্চাশের একটি দুষ্কৃতী দলের তাণ্ডবের সামনে অসহায় হয়ে পড়েন তিনি৷ অন্যান্য চালকরা ভয়ে কেউ সামনে আসেনি৷ সুভাষবাবুকে মারধরের পর শুরু হয় ট্রাক ভাঙার পর্ব৷ রডের আঘাতে ট্রাকের সামনের কাঁচ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়৷ প্রায় আধঘণ্টা ধরে তাণ্ডব চালিয়ে চলে যায় দুষ্কৃতীরা৷

Advertisement

[দেনার দায়ে ছেলেকে খুন করে আত্মঘাতী বাবা, গড়িয়ায় চাঞ্চল্য]

Advertisement

অন্যান্য ট্রাকচালকরাই সুভাষ রায়কে গুরুতর জখম অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভরতি করান৷ এরপরই ক্ষুব্ধ চালকরা নিজেদের ট্রাকগুলি অঙ্গদপুর রোডের উপর দাঁড় করিয়ে দিয়ে অবরোধ শুরু করেন৷ অবরোধ ও বিক্ষোভের জেরে গোটা অঙ্গদপুর রোড অবরুদ্ধ হয়ে পড়ে৷ আহত ট্রাকচালক সুভাষ রায় বলেন, ‘‘এখানে প্রায়ই চাঁদার জন্যে তাণ্ডব চালানো হয়৷ এদিনও আমার কাছে ৩০০ টাকা চাঁদা দাবি করে৷ কিন্তু, আমি ১০০ টাকা দিতে চাইলেই মারধর ও ভাঙচুর করে তারা৷ এইভাবে দিনের পর দিন চাঁদার জুলুম হতে থাকলে অন্য জায়গা থেকে কেউ ট্রাক নিয়ে আসতে চাইবে না৷”

[ফেসবুকে মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর পোস্ট, শ্রীঘরে কালনার যুবক]

চাঁদার নামে তোলাবাজির অভিযোগ শিল্পতালুকে নতুন নয়৷ যে কোনও ইস্যুতেই চাঁদা দেওয়া বাধ্যতামুলক৷ চাঁদার বিল তো দূরে থাক, মুখে যা দাবি করা হবে, সেটাই দিতে বাধ্য পরিবহণ সংস্থা বা চালকেরা৷ স্থানীয় দুষ্কৃতীরা এই তোলাবাজির সঙ্গে যুক্ত থাকলেও তাঁদের পেছনে রাজনৈতিক দলের প্রত্যক্ষ মদত আছে বলে চালক ও পরিবহণ সংস্থাগুলির অভিযোগ৷ প্রায় ৪০ মিনিট অবরোধ চলার পর ঘটনাস্থলে কোকওভেন থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ