Advertisement
Advertisement
Khap Panchayat

থানা নয়, সমস্যা হলে গ্রাম্য কমিটিকেই জানাতে হবে! ফতোয়া ঘিরে তীব্র চাঞ্চল্য মহিষাদলে

ব্যাপারটা কী?

Row over Village committee khap panchayat diktat | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:April 4, 2022 12:22 pm
  • Updated:April 4, 2022 12:54 pm

রঞ্জন মহাপাত্র, কাঁথি: কোনও সমস্যা হলে যাওয়া যাবে না থানায়। বরং জানাতে হবে গ্রাম কমিটিতে! এমনই ফতোয়া জারি করে লিফলেট বিলি হল গ্রামে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) মহিষাদলে। গ্রাম্য কমিটির এই ফতোয়াকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্ক। শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

বিষয়টি ঠিক কী? সম্প্রতি মহিষাদলের চকদ্বারিবেড়্যার গ্রাম্য কমিটি একগুচ্ছ ফতোয়া জারি করে। তা ছাপিয়ে গ্রামের সকলের বাড়িতে বাড়িতে বিলি করা হয়। কী রয়েছে সেই লিফলেটে? সেখানে বলা হয়েছে, গ্রামের কারও কোনও সমস্যা হলে থানায় যাওয়া চলবে না। নিজের সমস্যা জানাতে হবে গ্রাম কমিটিকে। বাড়িতে কোনও মাঙ্গলিক কিংবা পারলৌকিক কাজ করতে গেলে বসতে হবে গ্রাম্য কমিটিকে নিয়ে। গ্রামের কোনও ছেলে না জানিয়ে বিয়ে করে বউ নিয়ে ফিরলে অথবা গ্রামের মেয়ে বাড়ি ছেড়ে চলে গেলে, গ্রাম্য কমিটির ধার্য চাঁদার নামে জরিমানা দিতে হবে।

Advertisement

[আরও পড়ুন: মাধ্যমিকেও পুষ্পা রাজ! ‘আপুন লিখেগা নেহি,’ উত্তরপত্রে লিখল পরীক্ষার্থী, হতভম্ব শিক্ষক]

শুধু এতটুকুই নয়, একাধিক নিদান না মানলে দিতে হবে জরিমানা! বাড়ির দেওয়ালে এই নোটিস দেখেই হতবাক স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীদের প্রশ্ন, বর্তমান সময়ে দাঁড়িয়ে কীভাবে এহেন নিদান দিতে পারে? স্থানীয়দের কথায়, “গ্রাম্য কমিটির নামে দেওয়া এই ধরনের ফতোয়া আসলে আমাদের মৌলিক অধিকারে হস্তক্ষেপ ছাড়া আর কিছুই নয়।”

অন্যদিকে, এই ফতোয়া লিফলেট ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির অভিযোগ, গ্রাম্য কমিটির নামে তৃণমূল নেতারা এই ধরনের লিফলেট বিলি করে পঞ্চায়েত ভোটের আগে গ্রামবাসীদের ভয় দেখিয়ে ঘরে আটকে রাখতে চাইছে। ঘটনার নিন্দা করে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। মহিষাদলের বিডিওর বক্তব্য, “এ ধরনের ফতোয়া বেআইনি। অভিযোগ এলে ব্যবস্থা নেওয়া হবে।”

[আরও পড়ুন: মাওনেত্রী জয়িতার সঙ্গে সরাসরি যোগ! মুর্শিদাবাদ থেকে এসটিএফের জালে ২ যুবক]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement