Advertisement
Advertisement

Breaking News

Royal Bengal Tiger

সুন্দরবনে ফের ক্যামেরাবন্দি রয়্যাল বেঙ্গল টাইগার, নদী সাঁতরে জঙ্গলে মিলিয়ে গেল দক্ষিণরায়

উচ্ছ্বসিত পর্যটকরা।

Royal Bengal Tiger again spotted in Sunderban | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:March 13, 2022 8:20 pm
  • Updated:March 13, 2022 10:11 pm

দেবব্রত মণ্ডল, বারুইপুর: পর্যটন মরশুমের শেষ দিকে সুন্দরবনে (Sundarban) দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের। বেশ কিছুক্ষণ নদীতে ঘোরাফেরা করে বাঘটি। তারপর ফিরে যায় জঙ্গলের ভিতর। বেড়াতে গিয়ে বাঘের দেখা পেয়ে স্বাভাবিকভাবেই আনন্দিত পর্যটকরা।

শীত মানেই ঘুরতে যাওয়া। আর ভ্রমণ প্রিয় বাঙালির শীতের পছন্দের ডেস্টিনেশনগুলির মধ্যে একটি অবশ্যই সুন্দরবন। করোনা খানিকটা আয়ত্তে আসতেই এবছরও সুন্দরবন সফরে গিয়েছেন অনেকে। শীতের শেষে মার্চে মাসেও পর্যটকরা ভিড় জমাচ্ছেন সুন্দরবনে। রবিবার সেই পর্যটকদেরই দেখা দিল দক্ষিণরায়। এদিন সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের দোবাঁকি জঙ্গলের কাছে প্রথমে ঘুরতে দেখা যায় বাঘটিকে। দক্ষিণরায় নজরে পড়তেই পর্যটকদের বোট ও লঞ্চগুলি সেদিকে খানিকটা এগিয়ে যায়। নিরাপদ দূরত্ব থেকেই দেখতে থাকেন বাঘের কার্যকলাপ। জানা গিয়েছে, এদিন প্রায় ঘন্টাখানেক সময় ধরে নদী পার হয় বাঘটি। তারপর পাড়ে কিছুটা সময় ঘুরে ঢুকে পড়ে জঙ্গলের মধ্যে। বাঘের কার্যকলাপ ক্যামেরাবন্দি করেন পর্যটকরা।

Advertisement

[আরও পড়ুন: প্রতিবেশীর সঙ্গে পরকীয়া মায়ের! ‘বাড়াবাড়ি’ সইতে না পেরে চরম সিদ্ধান্ত যুবকের]

Advertisement

চলতি শীতে প্রায়ই বাঘের দেখা পেয়েছেন পর্যটকরা। তবে দোলের আগে ভরা বসন্তে রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা পাওয়ায় আপ্লুত পর্যটকদের একাংশ। এ বিষয়ে পর্যটক ব্যবসার সঙ্গে যুক্ত অসিত দানি বলেন, “এইভাবে বাঘকে দেখা পাওয়া যাবে ভাবতেই পারিনি। জঙ্গলে এবার মৌসুমজুড়ে বাঘের দর্শন পাওয়া গিয়েছে। আগামিদিনেও বাঘের দেখা পাওয়া যাবে এমন টাই আশা করা হচ্ছে।”

 

[আরও পড়ুন: সাড়ে চার বছরের শিশুর উপর ‘অ্যাসিড হামলা’, প্রতিবেশী যুবককে বেধড়ক মার স্থানীয়দের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ