Advertisement
Advertisement

Breaking News

অশক্ত শরীরেও প্রার্থী হতে চান অশীতিপর জলুবাবু

কৃষ্ণনগরে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন প্রবীণ এই বিজেপি নেতা।

Satyabrata Mukherjee to fight from Krishnanagar on BJP ticket
Published by: Tanumoy Ghosal
  • Posted:March 19, 2019 3:57 pm
  • Updated:March 19, 2019 3:57 pm

পলাশ পাত্র, তেহট্ট: পাঁচবার ভোটে লড়েছেন। জিতেছেন একবার। বাজপেয়ীর আমলে কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন। এবারের লোকসভা ভোটে ফের কৃষ্ণনগর কেন্দ্র থেকে প্রার্থী হতে চান প্রবীণ বিজেপি নেতা সত্যব্রত মুখোপাধ্যায় ওরফে জলুবাবু। জেলার হেভিওয়েট এই বিজেপি নেতা জানিয়েছেন, দল যদি চায়, তাহলে লোকসভা ভোটে প্রার্থী হতে তাঁর কোনও আপত্তি নেই। বস্তুত, কৃষ্ণনগরে প্রার্থী হওয়ার দৌড়ে জলুবাবুই এগিয়ে বলে দাবি করছেন বিজেপি সাধারণ কর্মীরাও।

[ গানে মুখ্যমন্ত্রীর অপমান, বাবুলের বিরুদ্ধে এফআইআর আসানসোলে]

Advertisement

তখন এলাকায় দলের কার্যত কোনও সংগঠনই ছিল না। ১৯৯৯ সালে কৃষ্ণনগর কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন বিজেপি প্রার্থী সত্যব্রত মুখোপাধ্যায় ওরফে জলুবাবু। ২০০০ সালে তৎকালীন বাজপেয়ী সরকারের প্রতিমন্ত্রী হন। তবে ১৯৯৮, ২০০৪, ২০০৯, এমনকী গতবার অর্থাৎ ২০১৪ সালের লোকসভা ভোটেও কৃষ্ণনগরে বিজেপি প্রার্থী হয়ে জিততে পারেননি তিনি। ২০০৯ ও ২০১৪ সালে প্রবীণ এই বিজেপি নেতাকে হারিয়ে কৃষ্ণনগরের সাংসদ নির্বাচিত হন তৃণমূল প্রার্থী তাপস পাল। তবে হেরে গেলেও তিন লক্ষেরও বেশি ভোট পেয়েছিলেন জলুবাবু।

Advertisement

বয়স আশি পেরিয়ে গিয়েছে। তবে দৈনন্দিন জীবনে এখনও যথেষ্ট সক্রিয় সত্যব্রত মুখোপাধ্যায় ওরফে জলুবাবু। পেশায় আইনজীবী, একসময়ে কেন্দ্রীয় সরকারের অতিরিক্ত সলিসিটার জেনারেল ছিলেন। সাতাশি বছর বয়সেও নিয়মিত হাই কোর্টে যান সত্যব্রত মুখোপাধ্যায়। দলের কাজকর্মের খোঁজখবর রাখেন, কৃষ্ণনগরে বিজেপির বিভিন্ন কর্মসূচিতে যোগ দেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি। দিন কয়েক আগে কৃষ্ণনগর শহরের উপকণ্ঠে দলের কর্মীদের নিয়ে গোপন প্রশিক্ষণ শিবির করে রাজ্য বিজেপি নেতৃত্ব। শিবিরে হাজির ছিলেন জলুবাবুও। গেরুয়া শিবিরের সাধারণ কর্মীদের কাছে বটেই, এলাকায়ও যথেষ্ট জনপ্রিয় প্রবীণ এই বিজেপি নেতা। কাজের মানুষ হিসেবে খ্যাতিও আছে। কৃষ্ণনগর কেন্দ্রে ফের সত্যব্রত মুখোপাধ্যায়ই বিজেপি প্রার্থী হোন, এমনটা অনেকেই চাইছেন বলে খবর। রাজ্যের কোনও কেন্দ্রেই এখনও প্রার্থীর নাম ঘোষণা করেনি বঙ্গ বিজেপি। বিজেপির অন্দরের খবর, কৃষ্ণনগর কেন্দ্রে প্রার্থী হিসেবে জয়প্রকাশ মজুমদার, শমীক ভট্টাচার্যের মতো অনেকেরই নাম উঠে আসছে।

[ বিশেষ সক্ষম ভোটারদের জন্য আলাদা ব্যবস্থা কমিশনের, বীরভূম পিছিয়ে থাকায় ক্ষোভ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ