Advertisement
Advertisement

Breaking News

সার্ভিস রিভলবার পরিষ্কার করতে গিয়ে ছুটল গুলি, মৃত্যু এসআইয়ের

নিয়তির পরিহাস!

Service revolver goes off accidentally, cop dies in Kharagpur police station
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 7, 2018 3:56 pm
  • Updated:June 7, 2018 3:56 pm

অংশুপ্রতিম পাল, খড়গপুর: কথায় বলে না ‘শিয়রে সমন’। ঠিকই তেমনটাই ঘটল এসআই উত্তমবাবুর ক্ষেত্রে। বড় মর্মান্তিক পরিণতি হল ওই পুলিশ আধিকারিকের। ডিউটিতে যোগ দেওয়ার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হল তাঁর। হ্যাঁ আচমকাই ঘটল ঘটনা। গুলি ছুটতেই বিপত্তি। ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুরের খড়গপুর টাউন থানা।

[গুজরাট নয়, বিশুদ্ধ দুগ্ধ উৎপাদনে দেশের সেরা এখন সুন্দরবনের সুন্দরিনী]

ওই থানাতেই কর্মরত ছিলেন এসআই উত্তম কুমার দে। সকালবেলা রোজকার মতোই ডিউটিতে যোগ দিতে থানায় আসেন তিনি। এর কিছুক্ষণ পরে থানার ভিতর থেকে আচমকাই গুলির শব্দ। শব্দ শুনে পুলিশকর্মীরা ভিতরে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন ওই এসআই। তাঁর বুকে গুলি লেগেছে। তড়িঘড়ি তাঁকে খড়গপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এহেন মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ওই থানায়। শোকাহত তাঁর সহকর্মীরাও।

Advertisement

কিন্তু গুলি ছুটল কীকরে? তা নিয়ে ধন্দে পুলিশ। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সম্ভবত ডিউটিতে যোগ দিয়েই সার্ভিস রিভলবারটির সাফাইকার্যে ব্যস্ত হয়ে পড়েছিলেন উত্তম কুমার দে। সেই সময় অসাবধানতায় ট্রিগারে হাতে পড়ে যায়। আচমকা সেখান থেকে গুলি ছুটতেই বিপত্তি। সোজা বুকে গুলি লাগায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই এসআই-এর।

Advertisement

ছবি: সৈকত সাঁতরা

[ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যুবককে পিটিয়ে খুন, ধুন্ধুমার কৃষ্ণনগরে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ