Advertisement
Advertisement
Malda

ভলিবল টুর্নামেন্টে মালদহে চলল গুলি! ভাইরাল ভিডিও ঘিরে প্রবল শোরগোল

মুখে কুলুপ ক্লাব কর্তৃপক্ষের।

Shoot out at Malda, video goes viral

গুলি চালানোর সেই মুহূর্ত। নিজস্ব চিত্র

Published by: Tiyasha Sarkar
  • Posted:January 24, 2025 10:30 am
  • Updated:January 24, 2025 10:30 am  

বাবুল হক, মালদহ: এবার মালদহে ভলিবল টুর্নামেন্টে চলল গুলি! সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। তা নিয়ে প্রবল শোরগোল। টুর্নামেন্টের উদ্বোধনে কেন গুলি? বন্দুকগুলি কাদের? এই প্রশ্ন উঠতেই মুখে কুলুপ ক্লাব কর্তৃপক্ষের।

মালদহ জেলার মানিকচক ব্লকের নুরপুর অঞ্চলের নুরপুর টিপটপ ক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার রাতে ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। খেলা নিয়ে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। টুর্নামেন্টের সূচনায় এদিন শূন্যে একাধিক গুলি চালানো হয়। মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল হয়ে যায় সোশাল মিডিয়ায়। খেলাধুলোর মাঝে কেন গুলি? কার মদতে এক কাজ? ক্লাবের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন সকলে। গোটা বিষয় নিয়ে মুখে কুলুপ এঁটেছে ক্লাব। প্রশাসনের নজরে বিষয়টি পড়তেই আগ্নেয়াস্ত্রগুলো হেফাজতে নিয়েছে মানিকচক থানার পুলিশ।

Advertisement

উল্লেখ্য, গত কয়েকদিনে বারবার অশান্ত হয়েছে মালদহ। গুলি চলছে। ১২ দিনের ব্যবধানে খুন হয়েছেন দুই তৃণমূল নেতা। এই পরিস্থিতিতে এভাবে আগ্নেয়াস্ত্র নিয়ে কার্যত দাপাদাপি নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, ওই আগ্নেয়াস্ত্রগুলোর লাইসেন্স আছে কি না, কার, কেনই বা খেলাধুলোর মাঝে এই বন্দুকবাজি, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে কথা বলা হবে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement