Advertisement
Advertisement

Breaking News

Titagarh

টিটাগড়ে শুটআউট, ইদের মেলা থেকে ফেরার পথে খুন যুবক

ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা এলাকায়।

Shoot Out at titagarh, one youth died | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:May 6, 2022 9:58 am
  • Updated:May 6, 2022 9:58 am

অর্ণব দাস, বারাকপুর: ফের রাজ্যে শুটআউট। ১৮ বছরের যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) টিটাগড়ে। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কী কারণে খুন, তা খতিয়ে দেখা হচ্ছে।

জানা গিয়েছে, মৃত যুবকের নাম সেলিম সাহাজি। টিটাগড় (Titagarh) জিসি রোড এলাকার বাসিন্দা ছিলেন তিনি। কাজ করতেন এলাকার একটি পরোটার দোকানে। বৃহস্পতিবার রাতে কয়েকজন বন্ধুর সঙ্গে মোড়লপাড়ায় ইদের মেলায় গিয়েছিলেন তিনি। বেশ কিছুক্ষণ সেখানে থাকেন। এরপর বাড়ি থেকে ফোন করায় একবন্ধুর সঙ্গে মেলা থেকে বেরিয়ে যান সেলিম। বাকি বন্ধুদের জানায়, বাড়ি যাবে। বাকি বন্ধুরা মেলাতেই ছিল তখন। গভীর রাতে তারা ফেরার সময় জিসি রোড ৪ নম্বর রেল লাইনের পাশে রক্তাক্ত অবস্থায় সেলিমকে পড়ে থাকতে দেখেন তাঁরা। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।

Advertisement

[আরও পড়ুন: চুরি হচ্ছে বাঁধের মাটি, নদীর ধারে দাঁড়িয়ে নিজেই প্রহরী রতুয়ার তৃণমূল বিধায়ক]

এরপরই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। জানা গিয়েছে, গুলি করে খুন করা হয়েছে যুবককে। রাতেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কিন্তু কী কারণে খুন? স্থানীয়দের দাবি, অত্যন্ত মিশুকে স্বভাবের ছেলে ছিলেন সেলিম। শত্রু থাকার কথা নয়। এদিকে মৃতের বাবা জানিয়েছেন, তাঁর একজনের সঙ্গে অশান্তি চলছিল। অনুমান করা হচ্ছে, সেই অশান্তির কারণেই খুন করা হয়েছে সেলিমকে। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। রহস্যের শিকড়ে পৌঁছতে মৃতের পরিবার ও পরিজনদের সঙ্গে কথা বলবেন তদন্তকারীরা।

Advertisement

এই শুটআউটের ঘটনায় তীব্র আতঙ্কে এলাকার বাসিন্দারা। অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। এদিকে ঘটনার পর থেকে বেপাত্তা ওই যুবক, যার সঙ্গে মেলা থেকে বেরিয়েছিলেন সেলিম। যার ফলে ঘটনার পিছনে তার যোগ রয়েছে বলে মনে করছেন স্থানীয়দের একাংশ।

[আরও পড়ুন: ‘মমতাদিদির অত্যাচার তো কম…’, শিলিগুড়িতে কীসের ইঙ্গিত দিলেন অমিত শাহ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ