Advertisement
Advertisement

Breaking News

ফের শুটআউট, বেলঘরিয়ায় মৃত গুলিবিদ্ধ ব্যবসায়ী

ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

Shootout at Belgharia
Published by: Sulaya Singha
  • Posted:February 20, 2019 12:19 pm
  • Updated:February 20, 2019 12:19 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  রাজ্যে ফের শুটআউট। নিউটাউন, জয়নগরের পর এবার বেলঘরিয়ায় গুলিবিদ্ধ ব্যবসায়ী। মঙ্গলবার গভীর রাতে বাড়িতে ঢুকে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালাল কয়েকজন দুষ্কৃতী। মারধর করা হয়েছে ওই  ব্যবসায়ীর স্ত্রী ও পরিবারের সদস্যদেরও। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যেও।

[‘অস্তিত্বহীন’ সন্তান নিয়ে স্বামীর বিরুদ্ধে মিথ্যে মামলা, বিপাকে বধূ]

উত্তর চব্বিশ পরগনার বেলঘরিয়ার বাসিন্দা সুখেন্দু কারা। পেশায় মুরগি ব্যবসায়ী। মৃতের পরিবারের সদস্যদের দাবি, দীর্ঘদিন ধরে এলাকার কয়েকজন দুষ্কতী তোলার টাকার দাবিতে  সুখেন্দু কারা নামে ওই ব্যবসায়ীর উপর কার্যত জুলুম করছিল। অভিযুক্তদের দাবি মতো টাকা দিতে রাজি না হওয়ায় দীর্ঘদিন ধরেই দু’পক্ষের মধ্যে অশান্তিও চলছিল। মঙ্গলবার সন্ধেয় সুখেন্দু কারা ও অভিযুক্তদের মধ্যে অশান্তি চরমে ওঠে। অভিযোগ, তোলার টাকা ও গাড়ি সংক্রান্ত বিষয়ে সুখেন্দু কারার সঙ্গে বচসা শুরু হয় ওই  কুখ্যাত দুষ্কৃতীদের। সাময়িক অশান্তি মিটেও যায়। ফিরে যায় অভিযুক্তরা। পরিবারের অভিযোগ, পরে মঙ্গলবার রাত প্রায় দেড়টা নাগাদ আগ্নেয়াস্ত্র নিয়ে ওই মুরগি ব্যবসায়ীর বাড়িতে চড়াও হয় অভিযুক্তরা। সেই সময় দরজা বন্ধ ছিল৷ তাই দরজা ভেঙে ঘরে ঢোকে দুষ্কৃতীরা। সামনেই ছিলেন সুখেন্দুবাবুর স্ত্রী। প্রথমে তাঁকে বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা। এরপর ঘরে ঢুকে ঘুমন্ত ওই ব্যবসায়ীর উপর চড়াও হয় তারা। সুখেন্দুবাবুকে মারধরের পর তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। একটি গুলি লাগে সুখেন্দু কারার বুকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

Advertisement

[পুলওয়ামা হামলার প্রত্যক্ষদর্শী! গল্প ফেঁদে আসানসোলে আটক ভুয়ো জওয়ান]

খবর পেয়ে ঘটনাস্থলে যায় বেলঘরিয়া থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এসএসকেএমে পাঠায় পুলিশ। ঘটনার পরই অভিযুক্তদের বিরুদ্ধে বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করে মৃত ব্যবসায়ীর পরিবার। ইতিমধ্যেই তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের সন্ধানে চলছে তদন্ত। তবে আদৌ কি তোলার টাকা না পেয়েই শুটআউট  নাকি ঘটনার পিছনে রয়েছে অন্য কোনও রহস্য? তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে ক্রমাগত প্রকাশ্যে আসা শুটআউটের ঘটনায় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকাও। 

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ