Advertisement
Advertisement

দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা, কামারহাটিতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু যুবকের

এলাকায় উত্তেজনা।

Shootout at Kamarhati, one killed

ছবি: প্রতীকী

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 17, 2018 4:32 pm
  • Updated:June 13, 2022 4:09 pm

আকাশনীল ভট্টাচার্য, বারাকপুর: গত কয়েক দিন ধরে সমাজ বিরোধীদের দুটি গোষ্ঠীর মধ্যে ঝামেলা চলছিল বলে অভিযোগ। রবিবার  ভরদুপুরে গুলি চলল উত্তর ২৪ পরগনার কামারহাটিতে। গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন বছর বাইশের এক যুবক। স্থানীয় বাসিন্দাদের দাবি, নিহত ওই যুবকও দুষ্কৃতী। এলাকায় মোতায়েন বিশাল পুলিশবাহিনীকে। একজন আটক করেছে বেলঘরিয়া থানার পুলিশ।

[ডেকে নিয়ে গিয়ে যুবককে খুন, বাবার সামনে দেহ ফেলে দিয়ে গেল খুনি]

Advertisement

খড়দহের পর এবার কামাহাটি। ফের দিন দুপুরে শুটআউট উত্তর ২৪ পরগনায়। প্রাণ গেল বছর বাইশের এক যুবকের। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রবিবার দুপুর বারোটা নাগাদ কামারহাটির বাঁশবাগান এলাকায় কয়েকজনের সঙ্গে বচসা হয় ইমতিয়াজ নামে ওই যুবকের। বচসা চলাকালীন ইমতিয়াজকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দেয় তারা। গুলি লাগে ওই যুবকের পাঁজরে। গুলির শব্দ পেয়ে যখন স্থানীয় বাসিন্দার ঘটনাস্থলে ছুটে আসেন, ততক্ষণে পালিয়েছে দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ ইমতিয়াজকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু, তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। স্থানীয় বাসিন্দাদের দাবি, গত কয়েক দিন ভাগ-বাঁটোয়ারা নিয়ে স্থানীয় দু’টি সমাজবিরোধী গোষ্ঠীর মধ্যে বিবাদ চলছে। শনিবার রাতেও কামারহাটিতে গন্ডগোল হয়। এমনকী, গুলি চালনার ঘটনায় ইমতিয়াজ নামে যে যুবকের মৃত্যু হয়েছে, সে-ও এলাকায় সমাজবিরোধী হিসেবেই পরিচিত। দিনেদুপুরে গুলি চালানোর ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে কামারহাটির বাঁশবাগানে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলঘরিয়া থানায় পুলিশ। একজনকে আটক করা হয়েছে। এলাকায় রীতিমতো থমথমে। মোতায়েন বিশাল পুলিশবাহিনী। এক জনকে আটক করা হয়েছে।

Advertisement

[শ্বশুরবাড়িতে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য ছড়াল ডোমকলে]

দিন কয়েক আগেই খড়দহে দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছিলেন এক ইমারতি ব্যবসায়ী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, ঘটনার দিনে সকালে প্রাতঃভ্রমণ সেরে ফেরার পথে, ব্যবসায়ী সঞ্জয় সিংকে ঘিরে ফেলেন দুষ্কৃতীরা। তাঁকে লক্ষ্য করে পরপর পাঁচ রাউন্ড গুলি চালানো হয়। তিন গুলি লাগে শরীরে আর একটি মাথায়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সঞ্জয়বাবু। হাসপাতালে নিয়ে গেলে, তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

[ছ’বছর পর প্রতিস্থাপন হবে হাত, ছেলের স্বপ্নপূরণে আত্মবলিদান বাবার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ