সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খড়গপুরে তৃণমূল কার্যালয় লক্ষ্য করে দুষ্কৃতীদের গুলি চালনার ঘটনার খুন হলেন তৃণমূল নেতা শ্রীনু নায়ডু-সহ দুজন। বুধবার এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াল এলাকায়। এদিন গুরুতর জখম অবস্থায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসার পর শ্রীনুকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনায় জখম হয়েছেন আরও তিনজন। তাঁদের শুশ্রূষা চলছে। খড়গপুরের কুখ্যাত ডন বলে পরিচিতি ছিল শ্রীনু নায়ডুর। স্থানীয় তৃণমূল কাউন্সিলরের স্বামী ছিলেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কার্যালয়ে বসেছিলেন শ্রীনু নায়ডু। তখনই চারজন অজ্ঞাতপরিচয় যুবক মোটরবাইকে করে এসে কার্যালয় লক্ষ্য করে গুলি চালায়।
পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীদের হামলায় মাথায় গুলি লাগে তাঁর। গুরুতর জখম অবস্থায় তাঁকে কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানেই মৃত্যু হয় তাঁর। এদিকে ঘটনার জেরে তীব্র চাঞ্ল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে পৌঁছয় খড়গপুর টাউন থানার পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। কে বা কারা এই হামলা করেছ তা এখনও জানা যায়নি। তবে রাজনৈতিক প্রতিহিংসার জেরে এই হামলা হয়েছে বলেই মনে করা হচ্ছে। বেশ কিছু তেলুগু, ওড়িয়া ছবির প্রযোজক ছিলেন শ্রীনু। বিভিন্ন দুষ্কৃতীমূলক কাজকর্ম, তোলাবাজি-সহ একাধিক অভিযোগ ছিল তাঁর নামে। তোলাবাজির টাকাই আঞ্চলিক ভাষার ছবিতে শ্রীনু বিনিয়োগ করত বলে জানা গিয়েছে। পুলিশের অনুমান, এই খুনের নেপথ্যে কোনও ভাড়াটে গুন্ডা রয়েছে।