Advertisement
Advertisement

সরকারি স্কুলের হস্টেলের খাবারে বিষক্রিয়া, অসুস্থ ২৮ জন ছাত্রী

শিলিগুড়ির মাদাদি হাইস্কুলের ঘটনা৷

Siliguri: Students fall ill after consuming hostel food
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 20, 2018 8:29 pm
  • Updated:June 20, 2018 8:29 pm

সঞ্জীব মণ্ডল, শিলিগুড়ি: খাদ্যে বিষক্রিয়া৷ সরকারি স্কুলের হস্টেলে খাবার খেয়ে অসস্থ ২৫ জন ছাত্রী৷ অসুস্থদের মধ্যে ২ জন ভরতি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে৷ ঘটনাটি ঘটেছে শিলিগুড়িতে৷

শিলিগুড়ি শহর লাগোয়া বিধাননগরের মাদাদি হাইস্কুল৷ সরকারি স্কুলটিতে পড়াশোনা করে প্রায় হাজার দেড়েক ছাত্র ও ছাত্রী৷ পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত চলে পঠনপাঠন৷ মাদাদি হাইস্কুলের ছাত্রীদের হস্টেলে থাকে ১০০ জন৷ মঙ্গলবার অবশ্য হস্টেলে ছিল ৯৩ জন পড়ুয়া৷ বিকেলে টিফিনে ছাত্রীদের সুজি ও সিঙ্গাড়া দেওয়া হয়েছিল৷ খাওয়ার কয়েক ঘণ্টা বাদে একে এক অসুস্থ হয়ে পড়ে ২৮ জন৷ পেটে ব্যথা ও বমির উপসর্গ দেখা দেয়৷ রাতে অসুস্থ ছাত্রীদের ভরতি করা হয় বিধাননগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে৷ পরে তিনজনকে স্থানান্তরিত করা হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে৷ চিকিৎসকরা জানিয়েছেন, খাদ্যে বিষক্রিয়ার কারণেই অসুস্থ হয়ে পড়েছে মাদাদি হাইস্কুলের ছাত্রীরা৷ শিলিগুড়ির বিধানগরের এই স্কুলটির সিংহভাগ পড়ুয়ারাই আদিবাসী৷ প্রধান শিক্ষক হৃষিকেশ জবাহোর জানিয়েছেন, যারা বিধানগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভরতি ছিল, তাদের সকলকেই ছেড়ে দেওয়া হয়েছে৷ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসা চলছে দু’জনের৷ ছাড়া পেয়েছে একজন৷ প্রধানশিক্ষকের দাবি, অতিরিক্ত গরমের জন্যও এই ঘটনা ঘটে থাকতে পারে৷ ঠিক কী কারণে ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ল, তা খতিয়ে দেখছে স্কুল কর্তৃপক্ষ৷

Advertisement

[স্যালাইনের বোতল বদলে দেওয়ার কেউ নেই, মৃত্যু প্রসূতির]

Advertisement

ভাগাড়ের মাংস নিয়ে যখন উত্তাল গোটা রাজ্য, তখন হুগলি চন্দনগরের হস্টেলে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছিল ৪১ জন পড়ুয়া৷ তাদের ভরতি করতে হয়েছিল হাসপাতালে৷ বেসরকারি ওই ইংরেজি মাধ্যম স্কুলের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল পুলিশ৷ ঘটনাটি ধামাচাপা দিতে হাসপাতাল থেকে তড়িঘড়ি পড়ুয়াদের হাসপাতাল থেকে স্কুল কর্তৃপক্ষ ছাড়িয়ে নিয়ে গিয়েছিল বলে অভিযোগ৷

[বিষধর সাপ নিয়ে কসরত, কেউটের ছোবলে জীবন বিপন্ন ‘সাপধরা’র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ