সুমন করাতি, হুগলি: অপহরণের ৮ ঘণ্টার মধ্যে সিঙ্গুরে উদ্ধার অপহৃত যুবক। গ্রেপ্তার ৪ দুষ্কৃতী। ধৃতদের আদালতে তোলা হলে বিচারক ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুরো ঘটনায় পুলিশের তৎপরতার প্রশংসা করছেন বাড়ি ফিরে আসা যুবক ও তাঁর পরিবার।
বৃহস্পতিবার দুপুর প্রায় সাড়ে তিনটে নাগাদ বাড়ি থেকে বেরন কামারকুণ্ডুর বাসিন্দা বছর চব্বিশের যুবক শেখ মাফুজ। রাত সাড়ে আটটা নাগাদ যুবকের মা মাফুজের মা সাহানারা বেগমের কাছে ৮ লাখ টাকা মুক্তিপণ চেয়ে ফোন আসে। ঘণ্টা খানেকের মধ্যেই সিঙ্গুর থানায় গিয়ে সাহানারা অভিযোগ দায়ের করেন। মামলা রুজু হওয়ার পর তড়িঘড়ি তদন্তে নামে সিঙ্গুর থানার পুলিশ।
তদন্তকারীরা জানতে পারেন হরিপাল এলাকা থেকে যুবকের মাকে ফোন করে মুক্তিপণ চায় অপহরণকারীরা। সেই ফোন নম্বর ট্যাক করে এসইউজি (স্পেশাল অপারেশন গ্ৰুপ) ও হরিপাল থানার সহযোগিতায় সিঙ্গুর থানার তদন্তকারী দল মাফুজের খোঁজ শুরু করে। শুক্রবার ভোরের দিকে হরিপালের হরপপাড় এলাকার একটি খেত থেকে মাফুজকে উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকেই চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত শেখ শরিফ, শেখ নুরুল, শেখ জাহাঙ্গীর ও শেখ হরিকে আদালতে তোলা হয়। অতিরিক্ত পুলিশ সুপার জানান, ধৃতেরা মাফুজের পূর্ব-পরিচিত। সোনার কাজ দেওয়ার নাম করেই মাফুজকে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি বলেন, “ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.