Advertisement
Advertisement
Weather Update

সপ্তাহের মাঝে বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা

কোথায় কোথায় অতিরিক্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে?

Some places of South Bengal will face heavy Rainfall | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:August 10, 2021 11:17 am
  • Updated:August 10, 2021 12:14 pm

নব্যেন্দু হাজরা: বুধ ও বৃহস্পতিবার ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। নিচু এলাকা প্লাবিত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গেও অতিবৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুরের হাওয়া অফিস। মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ৩৩.৪ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৯৪ শতাংশ। সুতরাং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

আবহাওয়ার আপডেট হিসেবে হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, মৌসুমী অক্ষরেখা পাটনা থেকে উত্তরবঙ্গ সিকিম হয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গ ও সিকিমে প্রবল বৃষ্টি হবে বলে আগেই জানানো হয়েছিল। পার্বত্য এলাকায় ধসের আশঙ্কাও রয়েছে। এর পাশাপাশি বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement

উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোথায় কোথায় কতটা বৃষ্টিপাত হবে তা জানাতে গিয়ে আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, ১০ আগস্ট অর্থাৎ মঙ্গলবার আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলায়।

[আরও পড়ুন: নৃশংস! বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ, মহিলাকে নেড়া করে কালি মাখিয়ে ‘শাস্তি’ প্রতিবেশীদের]

বুধবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা (২০০ মিলিলিটার পর্যন্ত) রয়েছে। উত্তরবঙ্গের মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরের পাশাপাশি হলুদ সর্তকতা (১০০ মিলিলিটার পর্যন্ত) থাকছে দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়।

বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। হলুদ সর্তকতা মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। ভারী বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান এবং দুই ২৪ পরগনায়।

শুক্রবারও উত্তরবঙ্গের একাধিক জেলায় কমলা সতর্কতা রয়েছে। ধসের আশঙ্কাও করা হয়্ছে। মালদার পাশাপাশি উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হলুদ সর্তকতা জারি থাকছে। আগামী ১৪ ও ১৫ আগস্ট দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সর্তকতা থাকছে। হালকা মাঝারি বৃষ্টি হবে মালদহ এবং দুই দিনাজপুরে।

[আরও পড়ুন: বনগাঁয় দলীয় মিছিলে ফের অনুপস্থিত BJP বিধায়ক, ক্রমশ বাড়ছে দলবদলের জল্পনা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement