নন্দন দত্ত, বীরভূম: বন্ধুদের সঙ্গে বচসার জের। চলন্ত ট্রেন থেকে যুবককে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ বন্ধুদের বিরুদ্ধে। নলহাটির (Nalhati) পাইকপাড়া থেকে যুবককে উদ্ধার করেছে স্থানীয়রা। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন যুবক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, আহত যুবকের নাম সিপুল নাথ। আদতে ত্রিপুরার তেবাড়িয়ার বাসিন্দা। আগরতলা থেকে ট্রেনে বেঙ্গালুরু যাচ্ছিলেন তিনি। সঙ্গে ছিল আরও ৩ বন্ধু। সূত্রের খবর, ট্রেনে যাওয়ার সময় চারবন্ধুর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। ক্রমেই তা বড় আকার নেয়। ট্রেনের মধ্যেই শুরু হয় হাতাহাতি। অল্প সময়ের মধ্যেই তা সংঘর্ষের চেহারা নেয়। আহত যুবকের অভিযোগ, বচসার মাঝেই চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় তাঁকে।
১৬ ফেব্রুয়ারি সকালে নলহাটি থানার পাইকপাড়া মধুরা যাওয়ার রাস্তার পাশে যুবককে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে গোটা বিষয়টা প্রকাশ্যে আসে। এরপরই খবর দেওয়া হয় নলহাটি থানায়। পুলিশের তৎপরতায় হাসপাতালে পাঠানো হয়েছে যুবককে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রসঙ্গত, এই প্রথম নয়। এর আগেও এহেন ঘটনা ঘটেছে বীরভূমে। তারাপীঠ রোড ও রামপুরহাট স্টেশনের মাঝে এক যাত্রীকে ধাক্কা দিয়ে ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছিল। ভাইরাল হয়েছিল সেই ঘটনার ভিডিও
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.