Advertisement
Advertisement

Breaking News

বাসের ধাক্কায় মৃত কিশোর, পুলিশ-জনতা খণ্ডযুদ্ধে উত্তপ্ত সরিষা

বাস ভাঙচুরের পাশাপাশি পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা৷

South 24 Paragana: Student lost life in bus accident
Published by: Sayani Sen
  • Posted:September 22, 2018 1:35 pm
  • Updated:September 22, 2018 1:35 pm

দেবব্রত হালদার, দক্ষিণ ২৪ পরগনা: বেসরকারি বাসের রেষারেষিতে প্রাণ গেল এক কিশোরের৷ পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের সরিষায়৷ বাস ভাঙচুরের পাশাপাশি পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা৷ পরিস্থিতি সামাল দিতে মৃদু লাঠিচার্জও করে পুলিশ৷

[ইসলামপুর কাণ্ডে মৃত ছাত্রদের দেহ নদীর চরে পুঁতে আন্দোলনে গ্রামবাসীরা]

ডায়মন্ড হারবারের ১১৭ নম্বর জাতীয় সড়কে সাধারণত বেশ দ্রুত গতিতেই গাড়ি যাতায়াত করে৷ শনিবার ওই রাস্তা দিয়েই যাচ্ছিল একটি ভূতল পরিবহণ নিগমের বাস ও একটি বেসরকারি বাস৷ অফিসটাইমে বাসে কে বেশি যাত্রী তুলবে, তা নিয়ে চলছিল রেষারেষি৷ দু’টি বাসের রেষারেষির মাঝে পড়ে যায় বছর বারোর এক কিশোর৷ আসিক শেখ নামে ওই কিশোর চেওড়া গ্রামের বাসিন্দা৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, সাইকেলে করে সরিষা আসার সময়ই বাসের চাকায় পিষ্ট হয়ে যায় তাঁর দেহ৷ ঘটনাস্থলেই মারা যায় আসিক৷ দুর্ঘটনাস্থল থেকে কোনওক্রমে পালিয়ে যায় বেসরকারি বাসটি৷ কিন্তু ভূতল পরিবহণ নিগমের বাসটিকে ঘিরে ফেলে ক্ষিপ্ত জনতা৷ শুরু হয় বাসে ব্যাপক ভাঙচুর৷ মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায়৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ডায়মন্ডহারবার দু’নম্বর ব্লক সভাপতি অরুময় গায়েন৷ উত্তেজিত জনতা ততক্ষণে ১১৭ নম্বর জাতীয় সড়কে অবরোধ শুরু করেছে৷ দু’নম্বর ব্লক সভাপতির উপরে চড়াও হন অবরোধকারীরা৷ মারধরও করা হয় তাঁকে৷ ইতিমধ্যেই ডায়মন্ড হারবার থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়৷ অবরোধ তোলার কথা বললেও তাতে রাজি হননি বিক্ষোভকারীরা৷ পুলিশের সঙ্গে বচসাও জড়িয়ে পড়েন তারা৷ শুরু হয় পুলিশ ও জনতা খণ্ডযুদ্ধ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মৃদু লাঠিচার্জ করে পুলিশ৷ কিছুক্ষণের মধ্যেই অবরোধ উঠে যায়৷ কিশোরের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ৷ জাতীয় সড়কে শুরু হয় যানচলাচল৷

Advertisement

[পরপুরুষে আসক্ত স্ত্রী, গুলি করে খুনের কথা কবুল স্বামীর]

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন দু’নম্বর ব্লক সভাপতি অরুময় গায়েন৷ কথা বলেন দু’নম্বর ব্লক যুব সভাপতি মেহবুব গায়েনও৷ দুর্ঘটনায় নিহত কিশোরের পরিজনদের আর্থিক সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে৷ পুলিশ ভূতল পরিবহণ নিগমের বাসটি আটক করেছে৷ তবে চালক ও কন্ডাক্টরের খোঁজ এখনও পাওয়া যায়নি৷ তাঁদের সন্ধান করছে পুলিশ৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ