Advertisement
Advertisement
South 24 Parganas

সুন্দরবন বেড়াতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩, আহত ২০

কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

South 24 Parganas: 3 died in an accident at Pathar Pratima
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:November 12, 2024 12:30 pm
  • Updated:November 12, 2024 2:33 pm  

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: সুন্দরবন বেড়াতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা। মৃত্যু হল ৩ জনের। আহতের সংখ্যা প্রায় ২০। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে চিকিৎসা চলছে সকলের।

জানা গিয়েছে, সোমবার রাতে দুর্ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas) জেলার পাথরপ্রতিমা ব্লকের ঢোলাহাট থানার অন্তর্গত পঞ্চমের বাজার সংলগ্ন এলাকায়। একটি ম্যাটাডোর নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনাস্থলেই প্রাণ হারান ৩ জন। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম শোভন ওরফে রিন্টু পড়ুয়া। তিনি পাথরপ্রতিমার বিশ্বনাথপুরের বাসিন্দা ছিলেন। রাজরাজেশ্বরপুরের এক দম্পতি চন্দ্রকান্ত শি ও পার্বতী শি। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন একাধিক ব্যক্তি। আহতদের মধ্যে শিশু ও মহিলাও রয়েছেন। 

Advertisement

স্থানীয় সূত্রে খবর, পাথরপ্রতিমা গঞ্জের বাজার গয়াধাম এলাকার বেশ কয়েকটি পরিবার সুন্দরবন বেড়াতে যাওয়ার জন্য দুটি ম্যারাডোরে করে প্রায় ৫০ জন ক্যানিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। গাড়ি ছাড়ার ৪ কিলোমিটারের মধ্যে একটি ম্যাটাডোর নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে গদামথুরা প্রাথমিক হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement