Advertisement
Advertisement

Breaking News

আক্রান্ত স্বামী, ছেলেকে নিয়ে বিজেপির জেলা কার্যালয়ে আশ্রয় নিলেন মহিলা প্রার্থী

শাসকদলের তিনটি অস্থায়ী কার্যালয়ে আগুন।

South Dinajpur: BJP candidate's husband allegedly attacked by TMC In Gangarampur
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 22, 2018 4:43 pm
  • Updated:November 1, 2018 2:51 pm

রাজা দাস, বালুরঘাট: দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে আক্রান্ত বিজেপি প্রার্থীর স্বামী। গুরুতর আহত অবস্থায় বালুরঘাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভরতি তিনি। ঘটনার পর আতঙ্কে ছেলেকে নিয়ে ঘর ছেড়েছেন বিজেপি প্রার্থী সরস্বতী বর্মন। বালুরঘাটে বিজেপির জেলা কার্যালয়ে আশ্রয় নিয়েছেন বিরোধী দলের ওই মহিলা প্রার্থী। সরস্বতী বর্মনের অভিযোগ, মনোনয়ন প্রত্যাহার করানোর জন্য স্বামীর উপর হামলা চালিয়েছে শাসকদল আশ্রিত দুষ্কৃতীরা। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এদিকে, বালুরঘাটে আবার রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসের তিনটি অস্থায়ী নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দিল দুষ্কৃতীরা। ঘটনায় বালুরঘাট থানার অভিযোগ দায়ের করেছে শাসকদল।

[গলায় ধাতব পাত দিয়ে আঘাত, পুলিশি হেফাজতেই আত্মহত্যার চেষ্টা মধুমিতা মিস্ত্রির]

Advertisement

দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের অশোক গ্রাম সংসদ এলাকার বাসিন্দা সরস্বতী বর্মন। এলাকায় সক্রিয় বিজেপি কর্মী হিসেবে পরিচিত তিনি। আসন্ন পঞ্চায়েত ভোটে বিজেপির হয়ে মনোনয়ন জমা দিয়েছেন সরস্বতী। শনিবার রাতে বাড়ির কাছেই আক্রান্ত হন ওই মহিলার প্রার্থীর স্বামী স্বপন বর্মন। অভিযোগ, প্রকাশ্য রাস্তায় রীতিমতো বাঁশ, লাঠি নিয়ে তাঁর উপর চড়াও হন স্থানীয় তৃণমূল কর্মী আবুল হোসেন মণ্ডল-সহ বেশ কয়েকজন। বাঁশ ও লাঠির আঘাতে গুরুতর আহত হয়েছেন বিজেপি প্রার্থীর স্বামী। স্থানীয় বাসিন্দারা স্বপন বর্মনকে উদ্ধার করে নিয়ে যান বালুরঘাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। জানা গিয়েছে, তাঁর আঘাত গুরুতর। মাথায় আটটি সেলাই পড়েছে। এদিকে, স্বামীর উপর হামলার ঘটনায় আতঙ্কিত বিজেপি প্রার্থী সরস্বতী বর্মন। ছেলেকে নিয়ে বালুরঘাটে বিজেপি জেলা কার্যালয়ে আশ্রয় নিয়েছেন তিনি। গঙ্গারামপুরের অশোক গ্রাম সংসদের বিজেপি প্রার্থী সরস্বতী বর্মন জানিয়েছেন, মনোনয়ন পেশের পর থেকে হুমকি দিচ্ছিলেন শাসকদলের কর্মী-সমর্থকরা। কিন্তু, মনোনয়ন প্রত্যাহার করেননি তিনি। তাই স্বামীর উপর হামলা চালিয়েছেন শাসকদলের কর্মী-সমর্থকরাই। এলাকায় ফিরলে ফের তৃণমূলকর্মী হামলা চালাতে পারেন। বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি শুভেন্দু সরকারের অভিযোগ, পঞ্চায়েত ভোটে জেতার জন্য হিংসার রাজনীতি করছে শাসকদল। জেলার সর্বত্রই মনোনয়ন প্রত্যাহারের জন্য তাদের প্রার্থীদের চাপ দেওয়া হচ্ছে। যদিও বিজেপি প্রার্থীর স্বামীর উপর হামলার অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি বিপ্লব খাঁ।

Advertisement

[জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ক্যাবের ধাক্কা লরিতে, শিশু-সহ মৃত্যু চালকের]

এদিকে আবার শুক্রবার রাতে বালুরঘাটের মালঞ্চা, কামারপাড়া ও মাহিনগর স্কুলপাড়ায় শাসকদলের তিনটি অস্থায়ী নির্বাচন কার্যালয় পুড়িয়ে দিল দুষ্কৃতীরা। ঘটনায় অভিযোগের তির বিজেপির দিকে। বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করেছে শাসকদলের স্থানীয় নেতৃত্ব।

ছবি: রতন দে

[শনিবারের পর রবিবারও, রাজ্য জুড়ে শুরু প্রবল ঝড়-বৃষ্টি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ