Advertisement
Advertisement
physically harassed

রাতে শৌচালয়ে যাওয়াই কাল! মূক ও বধির মহিলাকে বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ

অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Specially abled woman allegedly physically harassed in Bhatar

প্রতীকী ছবি

Published by: Paramita Paul
  • Posted:November 18, 2024 10:11 pm
  • Updated:November 18, 2024 11:17 pm  

ধীমান রায়, কাটোয়া: গভীর রাতে শৌচালয়ে গিয়েছিলেন মূক ও বধির মহিলা। ওই সুযোগ কাজে লাগিয়ে নির্জন জায়গায় নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। পূর্ব বর্ধমান জেলার ভাতারের ঘটনা। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ধৃতের নাম চাঁদু ধাড়া ওরফে চাঁদু মাজি। বয়স ২৮ বছর। ভাতারের কাশীপুর গ্রামে তাঁর বাড়ি। নির্যাতিতার গ্রামে চাঁদুর মামাবাড়ি। প্রায়ই মামাবাড়িতে থাকত চাঁদু। রবিবার রাতে এলাকা থেকেই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতকে সোমবার বর্ধমান আদালতে পাঠানো হয়। নির্যাতিতা মহিলাকে ডাক্তারি পরীক্ষার জন্য বর্ধমানে পাঠানো হয়েছে।

Advertisement

নির্যাতিতা বিশেষ চাহিদাসম্পন্ন। বয়স ৪২ বছর। অবিবাহিতা। দাদা-বউদির কাছে থাকেন। জনমজুর পরিবার। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার রাত দেড়টা নাগাদ শৌচাগারে যাওয়ার জন্য উঠেছিলেন মহিলা। বাড়িতে সীমানাপ্রাচীর নেই। অভিযোগ ফাঁকা জায়গায় একা পেয়ে ওই বিশেষ চাহিদাসম্পন্ন মহিলাকে জোর করে টেনে নিয়ে যায় চাঁদু। কিছুটা দুরে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে। ভোরের দিকে মহিলাকে বাড়ির লোকজন দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। ফাঁকা জায়গায় একটি তেঁতুল গাছের নিচে বিধ্বস্ত অবস্থায় মহিলাকে দেখতে পান পরিবারের লোকজন। তখনও অভিযুক্ত চাঁদু সেখানে ছিল। মহিলার বাড়ির লোকজনদের দেখতে পেয়ে ছুটে পালিয়ে যায় সে।

রবিবার সকালে পরিবারের পক্ষ থেকে চাঁদু ধাড়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। জানা গিয়েছে চাঁদুর আগে বিয়ে হয়েছিল। কয়েকবছর আগে তাঁর স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। নেশাখোর ও বদস্বভাবের বলে এলাকায় চাঁদুর বদনাম রয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement