Advertisement
Advertisement

Breaking News

মানুষ নয়, দুধের শিশুকে পাহারা দিল সারমেয়রা

বন্ধুদের সাহায্য পেয়ে এখন ভালই আছে সাতদিন বয়সের ছোট্ট মেয়েটি৷

Street dogs saved abandoned child
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 7, 2016 6:56 pm
  • Updated:November 7, 2016 6:56 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যেখানে দুধের শিশুকে ধর্ষণের ঘটনা ঘটছে প্রতিনিয়ত, সেখানে মানুষের মানবিকতা নিয়ে প্রশ্ন ওঠে বারংবার৷ মানুষের প্রতি বিশ্বাস যখন টলে যাচ্ছে, তখন সারমেয়রা আবারও নিজেদের বিশ্বাসযোগ্যতার প্রমাণ দিল৷ রাস্তায় পড়ে থাকা সাতদিনের একটি শিশুকে গোটা রাত পাহারা দিল চারটি সারমেয়৷ তারা শিশুটিকে কেবল পাহারাই দেয়নি৷ রীতিমতো হাকডাক জুড়ে শিশুটির একটা ভাল ব্যবস্থাও করে দিয়েছে শিশুটির এই চারপেয়ে বন্ধুরা৷

পুরুলিয়ার সারমেয়দের এই শিশু পাহারার ঘটনা এখন স্থানীয়দের মুখে মুখে ফিরছে৷ জানা গিয়েছে, শনিবার সকালে স্থানীয় স্কুল মাস্টার উল্লাস চৌধুরি নিজের বাড়ির কাছে শিশুর কান্নার আওয়াজ শুনতে পান৷ ঘটনাটি ঠিক কী ঘটছে তা জানতে তিনি বাড়ির বাইরে বেরিয়ে আসলে ছোট্ট শিশুটিকে রাস্তায় পড়ে থাকতে দেখেন৷ পাশাপাশি দেখেন, তাঁর পাড়ার সারমেয়রা শিশুটিকে আগলে রেখেছে৷ আশেপাশে কোনও সন্দেহভাজনকে ঘেঁষতে পর্যন্ত দিচ্ছে না৷

Advertisement

এরপর উল্লাসবাবু শিশুটিকে উদ্ধার করে স্থানীয়দের সাহায্য চান৷ পাড়ার লোকজনই দায়িত্ব নিয়ে শিশুটিকে দুধ খাওয়ায়৷ শিশুটিকে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিয়েই থেমে থাকেনি তার চারপেয়ে বন্ধুরা৷ উল্লাসবাবুর বাড়ির দরজার সামনে বসে থেকেছে ছোট্ট বন্ধুর খোঁজখবর নিতে৷

Advertisement

এরপর শিশুটিকে স্থানীয় সদর হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়৷ বর্তমানে প্রশাসনের হস্তক্ষেপে শিশুটির ঠিকানা সরকারি হোম৷ বন্ধুদের সাহায্য পেয়ে এখন ভালই আছে সাতদিন বয়সের ছোট্ট মেয়েটি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ