Advertisement
Advertisement

পথ দুর্ঘটনায় ছাত্রের মৃত্যুতে রণক্ষেত্র রায়গঞ্জ, পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি

পালটা লাঠিচার্জ, ফাটানো হল কাঁদানে গ্যাসের সেল।

Student death in road accident sparks violent protest in Raigung
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 9, 2018 12:47 pm
  • Updated:February 9, 2018 1:19 pm

শঙ্কর রায়, উত্তর দিনাজপুর:  জাতীয় সড়কে লরির চাকায় পিষ্ট এক স্কুলছাত্র। অগ্নিগর্ভ উত্তর দিনাজপুরের রায়গঞ্জ। পুলিশকে লক্ষ্য ইটবৃষ্টি ক্ষিপ্ত জনতার। ট্রাফিক আউট পোস্ট, ঘাতক লরিতে তুমুল ভাঙচুর। ইটের আঘাতে গুরুতর আহত রায়গঞ্জ থানার আইসি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে। ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেলও। নামে ব়্যাফ। অবরুদ্ধ ৩৪ নম্বর জাতীয় সড়ক ও রায়গঞ্জ-বালুরঘাট রাজ্য সড়ক। ঘাতক লরির চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

[৪ আদিবাসীকে ধর্ষণের অভিযোগে রণক্ষেত্র রায়গঞ্জ]

Advertisement

ঘটনার সূত্রপাত্র সকাল পৌনে এগারো নাগাদ। রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কের কাছেই সুদর্শনপুর দ্বারিকাপ্রসাদ উচ্চ বিদ্যাচক্র। এই স্কুলেরই দশম শ্রেণির ছাত্র প্রতীক চট্টোপাধ্যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার সকালে পৌনে এগারোটা নাগাদ সাইকেলে চেপে জাতীয় সড়ক পেরিয়ে স্কুলে যাচ্ছিল সে। স্কুলের গেটের কাছে প্রতীককে পিষে দেয়  মালদাগামী একটি লরি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ছাত্রের। এরপরই রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। ঘাতক লরি ও এলাকার ট্রাফিক আউটপোস্টে ভাঙচুর করতে শুরু করেন ক্ষিপ্ত জনতা। বাধা দিতে গেলে, পুলিশকর্মীদের লক্ষ্য ইটবৃষ্টি শুরু হয়। বিক্ষোভকারীদের ছোড়া ইটের আঘাতে গুরুতর আহত হয়েছেন রায়গঞ্জ থানার আইসি। তাঁর মাথা ও পায়ে আঘাত লেগেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় ব়্যাফও। ঘটনাস্থলে আসেন রায়গঞ্জের মহকুমাশাসক। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে প্রথমে লাঠিচার্জ, তারপর রবার বুলেট ছোঁড়ে পুলিশ। ৩৪ নম্বর জাতীয় সড়ক তো বটেই, তুমুল বিক্ষোভে অবরুদ্ধ হয়ে পড়ে রায়গঞ্জ-বালুরঘাট রাজ্য সড়কও। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এর আগে রায়গঞ্জের শিলিগুড়ি মোড় লাগোয়া ওই স্কুলের সামনে ৩৪ নম্বর জাতীয় পথ দুর্ঘটনার প্রাণ হারিয়েছেন ৩ জন পড়ুয়া। কিন্তু, তাতেও হুঁশ ফেরেনি পুলিশের। প্রায় ২০০ মিটার দুরে ট্রাফিক আউটপোস্ট থাকলেও, সকালে ব্যস্ত সময়ে ঘটনাস্থলে ট্রাফিক পুলিশ ছিল না। তারজেরেই এই মর্মান্তিক দুর্ঘটনা। ঘাতক লরির চালককে গ্রেপ্তার করেছে রায়গঞ্জ থানার পুলিশ। জানা গিয়েছে, মৃত ছাত্র প্রতীক চট্টোপাধ্যায়ের বাড়ি রায়গঞ্জের কর্নজোড়ায়।

Advertisement

lorry_web

কয়েক মাস আগেই চার আদিবাসী মহিলাকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে তুমুল অশান্তি হয়েছিল রায়গঞ্জে। পুরসভার বাসস্ট্যান্ড ও লাগোয়া দোকানগুলিতে আগুন ধরিয়ে দিয়েছিলেন বিক্ষোভকারীরা। আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল একাধিক গাড়ি ও বাইকেও।

ছবি: দীপিকা দে

[পথ নিরাপত্তায় নয়া উদ্যোগ পুলিশের, শহরের রাস্তায় বসছে বুম গেট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ