Advertisement
Advertisement

প্রতিশ্রুতি মতো শ্রেণিকক্ষে নেই পাখা, স্কুলে ভাঙুচর চালালো পড়ুয়ারা

রেহাই পায়নি প্রধান শিক্ষকের গাড়িও, দেখুন ভিডিও।

Student vandalize school demanding ceiling fan in Cooch Behar
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 11, 2018 6:10 pm
  • Updated:June 11, 2018 6:13 pm

বিক্রম রায়, কোচবিহারপ্রতিশ্রুতি মতো সিলিং ফ্যান আসেনি শ্রেণিকক্ষে। সেই রাগে গরমের ছুটির পর স্কুল খুলতেই ভাঙচুর চালালো পড়ুয়ারা। এমনই অভিযোগ উঠেছে কোচবিহারের মাথাভাঙার একটি কুক্তিকাটা ধরণীকান্ত হাই স্কুলের পড়ুয়াদের বিরুদ্ধে। অভিযোগ, স্কুলের ভাঙচুর চালানোর পাশাপাশি প্রধান শিক্ষকের গাড়িও তছনছ করেছে পড়ুয়ারা। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement

জানা গিয়েছে, গরমের ছুটির আগে প্রধান শিক্ষক ছাত্রদের উদ্দেশ্যে বলেছিলেন সমস্ত শ্রেণিকক্ষেই লাগানো হবে ফ্যান। এদিন স্কুল খুললে ছাত্ররা দেখে তেমন কিছুই হয়নি। তারপরেই শিক্ষকদের ঘর, লাইব্রেরিতে ভাঙচুর চালানো হয়। বাদ যায়নি প্রধান শিক্ষকের গাড়িটিও। গোটা ঘটনায় এলাকায় উত্তেজনা থাকলেও পুলিশ ডাকা হয়নি।

Advertisement

এই প্রসঙ্গে প্রধান শিক্ষক জানান, পর্যাপ্ত ফ্যান এসে গিয়েছে। দু-একদিনের মধ্যেই কাজ শুরু হত। তার আগেই এই ঘটনা ঘটল।

ছবি: দেবাশিস বিশ্বাস

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ