রাজা দাস, বালুরঘাট: বিজেপি প্রার্থীর সন্তানকে টিকাকরণ না করার অভিযোগ উঠল স্বাস্থ্যকেন্দ্রে থাকা কর্মীর বিরুদ্ধে। শাসকদলের অঙ্গুলিহেলনেই নাকি প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত করা হল বছর পাঁচেকের শিশুটিকে। এমনটাই অভিযোগ উঠেছে দক্ষিণ দিনাজপুরের তপনে। ঘটনায় বিডিওর দারস্থ প্রার্থী ও তাঁর পরিবার। বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপ নেওয়ার আশ্বাস ব্লক প্রশাসনের।
[কাঁটাতারেই বন্দি জীবন, মুক্তির খোঁজে ভোটে প্রার্থী চরমেঘনার তিন পরিজন]
দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের ৭ নম্বর গ্রাম পঞ্চায়েতের মহিন্দ্রা সংসদের বিজেপি প্রার্থী আরফিনা সরকার। স্বামী হুমায়ুন মণ্ডল এবং বছর পাঁচেকের ছেলে ইরফান মণ্ডলকে নিয়ে পরিবার আরফিনার। অভিযোগ, ছেলে ইরফানকে নিয়ে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে গিয়েছিলেন ওই গ্রাম সংসদের বিজেপি প্রার্থী আরফিনা। কিন্তু ওই কেন্দ্রে থাকা স্বাস্থ্যকর্মী রুমা দাস ছেলেটিকে টিকা দেবেন না বলে সাফ জানিয়ে দেন। বিজেপি প্রার্থী হওয়ার অপরাধে টিকাকরণ করা যাবে না বলে সরাসরি তিনি জানিয়েছেন। বাধ্য হয়ে ওই স্বাস্থ্যকেন্দ্র থেকে ছেলেকে নিয়ে ফিরে আসতে হয়েছে আরফিনাকে। এরপরেই তিনি স্থানীয় লোকদের নিয়ে তপন ব্লক আধিকারিকের দারস্থ হন। পুরো বিষয়টি জানানোর পর খতিয়ে দেখার আশ্বাস মেলে বিডিওর কাছ থেকে।
[মনোনয়ন তুলে নেওয়ার চাপ দিয়ে সিপিএম প্রার্থীর উপরে প্রাণঘাতী হামলা]
বিজেপি প্রার্থী আরফিনা সরকার বলেন, সরকারি কর্মীর এমন আচরণের পিছনে শাসকদলের নির্দেশ রয়েছে। একটা শিশুকে নিয়েও রাজনীতি চলায় মর্মাহত তাঁরা। ওই কর্মীর বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি তাঁদের। সেইসঙ্গে, তার ছেলে সরকারি স্বাস্থ্য পরিষেবা থেকে যাতে বঞ্চিত না হয় তা প্রশাসনকে দেখার দাবি জানান ওই প্রার্থী। ওই এলাকার বিজেপি নেতা তথা তপন ১৪ নম্বর জেলা পরিষদের বিজেপি প্রার্থী পুর্ণিমা মণ্ডলের স্বামী চিন্টু মণ্ডল বলেন, একসময়কার বাম এবং পরবর্তীতে তৃণমূলের উপর ওই এলাকার মানুষের আস্থা হারিয়েছে। এলাকার মানুষ এখন বিজেপিকে চাইছে। সেই রোষেই জঘন্য কাজ করে চলেছে শাসকদলের লোকেরা। একটি শিশুর প্রতি এমন আচরণের তীব্র প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা।