Advertisement
Advertisement

Breaking News

পুলওয়ামা নিয়ে মন্তব্যের জেরে ঘরছাড়া শিক্ষক, বনগাঁর বাড়িতে ফিরলেন স্ত্রী

চিত্রদীপ সোম কবে ফিরবেন, তা জানা যায়নি।

teacher returns home
Published by: Tiyasha Sarkar
  • Posted:February 22, 2019 7:34 pm
  • Updated:February 22, 2019 9:19 pm

নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: পুলওয়ামা কাণ্ডে বিতর্কিত মন্তব্যে জেরে এখনও ঘরছাড়া বনগাঁর শিক্ষক চিত্রদীপ সোম। শুক্রবার বনগাঁর বাড়ি ফিরলেন তাঁর স্ত্রী মহুয়া সেন। থানায় লিখিত অভিযোগও করেছেন তিনি। তবে রীতিমতো আতঙ্কে ভুগছেন শিক্ষক চিত্রদীপ সোমের স্ত্রী।

[‘ঝান্ডা হাতে গুজব রটাচ্ছে আরএসএস-বিজেপি’, গণপিটুনি ইস্যুতে বিস্ফোরক মুখ্যমন্ত্রী]

পুলওয়ামার নিহত জওয়ানকে কী ‘শহিদ’ বলা যায়? ফেসবুকে এই প্রশ্ন তুলে জনরোষের মুখে পড়েছেন বনগাঁর শিক্ষক চিত্রদীপ সোম। স্কুলের চাকরি তো থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন তিনি। ছাড়তে হয়েছে বনগাঁর বাড়িও। চারদিন পর অবশেষে বনগাঁর বিচালীহাটায় ওই শিক্ষকের বাড়িতে ফিরলেন তাঁর স্ত্রী মহুয়া সেন। চিত্রদীপ কবে ফিরবেন, তা এথনও জানা যায়নি।বাড়ির এক চিলতে উঠোনে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভাঙা কাঁচ ও ইটের টুকরো। এখনও চিত্রদীপের স্ত্রীর চোখে মুখেও আতঙ্কের ছাপ স্পষ্ট।

Advertisement

Advertisement

ঘটনার সূত্রপাত রবিবার। সেদিন পুলওয়ামায় জঙ্গি হামলার পর জওয়ানদের নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন চিত্রদীপ সোম। লেখেন, নিহত সেনা জওয়ানদের ‘শহিদ’ বলার পক্ষপাতী নন তিনি। এর স্বপক্ষে যুক্তি দিয়ে নিজের মতামত জানিয়েছিলেন। এরপরই তাঁর এই পোস্টের বিরোধিতায় মন্তব্য করেন বহু মানুষ। তবে বিতর্ক শুরু হতেই পোস্টটি মুছেও দেন চিত্রদীপ সোম। তা সত্ত্বেও রবিবার বনগাঁর ওই শিক্ষকের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে। সন্ধের পর ফের তাঁর বাড়িতে দফায় দফায় চড়াও হয় এলাকার যুবকরা। বাড়ির সামনের রেলিং, কাচের জানলা, লাইট ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ৷ ঘটনার পর বাড়িতে তালা দিয়ে পালিয়ে যায় ওই শিক্ষক ও তাঁর পরিবার। এরপর রাতেই বনগাঁ থানায় গিয়ে বিস্তারিত জানিয়ে অভিযুক্তের গ্রেপ্তারের দাবি জানান চিত্রদীপ। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে শিক্ষক চিত্রদীপের বাড়ির সামনে পুলিশ প্রহরা বসানো হয়। এরপরই ঘটনার তদন্ত শুরু করে বনগাঁ থানার পুলিশ।

[জাতীয় সড়কে ট্যাঙ্কারে ধাক্কা লরির, গ্যাস লিকে আতঙ্কে ফরাক্কাবাসী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ