পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ। নিজস্ব চিত্র
দেব গোস্বামী, বোলপুর: ইটভাটায় খেলতে যাওয়াই কাল হল। মাটি চাপা পড়ে মৃত্যু হল দুই বালকের। ঘটনার জেরে তুমুল উত্তেজনা ছড়াল বোলপুরের বড়ডিহা গ্রামে। মৃতদেহ রাস্তায় রেখে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল সোমবার বিকেলে সিঙ্গি গ্রাম পঞ্চায়েতের বড়ডিহা গ্রামের বছর সাতেকের রকি মুর্মু ও বছর আটেকের কাঞ্চন সরেন এলাকারই একটি ইটভাটায় খেলতে যায়। সেখানে ইট তৈরির জন্য ছোট খাল খনন করে রাখা ছিল। সেই একটি খালেই তারা দুজনে পড়ে গেলে তাদের উপরে মাটি গিয়ে পড়ে। ঘটনাস্থলেই মারা যায় ওই দুজন।
স্থানীয় বাসিন্দারা পরে সেখান থেকে তাদের মৃতদেহ উদ্ধার করেন। এরপরে ক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকায়। দুটি মৃতদেহ বোলপুর সিঙি রাস্তার উপরে রেখে রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। দীর্ঘ সময় ধরে এই অবরোধে রাস্তায় তুমুল যানজট দেখা যায়। ক্ষোভ ক্রমশ বাড়তে থাকে। রাত ১০টা নাগাদ বোলপুরের মহকুমা পুলিশ আধিকারিক রিকি আগরওয়ালের নেতৃত্বে বোলপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। পুলিশকে দেখে বিক্ষোভ আরও ছড়ায়। মৃতদেহ তুলতে বাধা দেওয়া হয় পুলিশকে। লাঠি হাতে পুলিশকে ঘিরে বিক্ষোভ চলে। গাড়িও আটকে রাখা হয় বলে অভিযোগ।
শেষে মহকুমা পুলিশ আধিকারিক হাতজোড় করে বিক্ষোভকারীদের শান্ত হতে বলেন। ঘণ্টাখানেক ধরে চলে এই ঘটনা। শেষে পুলিশকে মৃতদেহ নিয়ে যেতে দেওয়া হয়। ঘটনায় উপযুক্ত শাস্তির দাবি তোলা হয়েছে। ওই ইটভাটার মালিকের নাম সুশীল রায়। তিনি বলেন, “একটা ঘটনা ঘটেছে। এর বাইরে বেশি কিছু জানি না। কারণ, আমি বাইরে রয়েছি।” মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মঙ্গলবার সকালেও এলাকায় উত্তেজনা রয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.