Advertisement
Advertisement

ইন্টারভিউতে প্রশিক্ষণের প্রামাণ্য দাখিল করতে হবে চাকরিপ্রার্থীকে

টেট পরীক্ষায় প্রশিক্ষণহীন পরীক্ষার্থীরা যদি পরীক্ষার পরবর্তী সময়ে প্রশিক্ষণ নিয়ে থাকেন, তাঁরাও পাবেন অগ্রাধিকার৷

TET examinees can show their training informations during interview

ছবি: প্রতীকী।

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 17, 2016 10:32 am
  • Updated:September 17, 2016 11:10 am

স্টাফ রিপোর্টার: উচ্চপ্রাথমিকের টিচার্স এলিজিবিলিটি টেস্ট (টেট)-এ আবেদনের পরে প্রশিক্ষণ শেষ হলে উত্তীর্ণরা তা ইন্টারভিউয়ের সময় উল্লেখ করতে পারবেন৷ শুক্রবার স্কুল সার্ভিস কমিশন সূত্রে একথা জানা গিয়েছে৷ বুধবার কলকাতা হাই কোর্টের রায়ের পরই প্রাথমিক ও উচ্চপ্রাথমিকের টেট-এর ফল প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ ও স্কুল সার্ভিস কমিশন৷ প্রসঙ্গত, উচ্চপ্রাথমিকের ক্ষেত্রে বিএড প্রশিক্ষণ চলাকালীন টেটে বসেছিলেন বহু পরীক্ষার্থী৷ প্রশিক্ষণ শেষ না হওয়ায় তাঁরা আবেদন করার সময়ে নিজেদের প্রশিক্ষণপ্রাপ্ত হলে উল্লেখ করতে পারেননি৷ এদিকে হাই কোর্ট রায় দিয়েছে নিয়োগের ক্ষেত্রে টেট উত্তীর্ণ প্রশিক্ষণপ্রাপ্তদের অগ্রাধিকার দিতে হবে৷ ইতিমধ্যে ওই পরীক্ষার্থীদের প্রশিক্ষণ শেষ হয়েছে৷ বহু পরীক্ষার্থী টেটও উত্তীর্ণ হয়েছেন৷ কিন্তু আবেদনের সময়ে প্রশিক্ষণপ্রাপ্ত না উল্লেখ করার কারণে তাঁরা কি আদৌ ওই অগ্রাধিকার পাবেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়৷ এই ধোঁয়াশা কাটাতে এদিন স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়, যে উত্তীর্ণ প্রার্থীদের আবেদন করার পর প্রশিক্ষণ শেষ হয়েছে তাঁরা সে বিষয়ে ইন্টারভিউয়ের সময় জানাবেন৷ সেক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে আনতে হবে তাঁদের৷

এদিকে প্রাথমিক টেটের যে ফল প্রকাশিত হয়েছে তাতে প্রশিক্ষিত প্রার্থীদের স্বার্থ সুরক্ষিত হচ্ছে না৷ এই দাবিতে ফের বৃহস্পতিবার রিভিউ পিটিশন ফাইল করেন চিন্ময় দলুই-সহ প্রায় ২২০০ প্রশিক্ষিত প্রার্থী৷ তাঁদের আইনজীবী সৌমেন দত্তর দাবি, হাই কোর্টের নির্দেশ ছিল ফল প্রকাশের পর প্রশিক্ষিত প্রার্থীদের স্বার্থ সুরক্ষিত করতে হবে৷ কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ টেটের যে ফল প্রকাশ করেছে তাতে প্রশিক্ষিত প্রার্থীদের স্বার্থ সুরক্ষিত হচ্ছে না৷ বঞ্চিত হচ্ছেন প্রশিক্ষিতরা৷ এই বক্তব্য শোনার পরই রাজ্য সরকার ও প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে ২০১৫-র প্রাথমিক টেট সংক্রান্ত সমস্ত নথি তলব করেছেন বিচারপতি সি এস কারনান৷ সোমবারের মধ্যে রাজ্য সরকার ও প্রাথমিক শিক্ষা পর্ষদকে জানাতে হবে, কতজন প্রার্থী টেট দিয়েছিলেন৷ এছাড়াও জানাতে হবে, কতজন প্রশিক্ষিত ও কতজন অপ্রশিক্ষিত প্রার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন৷ ২০১৫-র প্রাথমিক টেটে মোট ২০ লক্ষ ১ হাজার ৩০১ জন পরীক্ষার্থী বসেছিলেন৷ উত্তীর্ণ হয়েছেন ১ লক্ষ ৪০ হাজার প্রার্থী৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ