Advertisement
Advertisement

Breaking News

নির্দেশ হাই কোর্টের, টেটের ফলপ্রকাশ আজই

প্রাথমিক টেট নিয়ে যাবতীয় জটিলতার অবসান৷

TET result will be out today, by the consent of HC
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 14, 2016 12:42 pm
  • Updated:September 14, 2016 1:47 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাথমিক টেট নিয়ে যাবতীয় জটিলতার অবসান৷ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করায় আর কোনও বাধা নেই৷ বুধবার টেট পরীক্ষার ফলপ্রকাশের নির্দেশ দিল হাই কোর্ট৷ বিচারপতি সি এস কারনানের সিঙ্গল বেঞ্চ এই নির্দেশ দেন৷ হাই কোর্টের এই রায়ের ফলেই ২২ লক্ষ পরীক্ষার্থীর ফলপ্রকাশে আর কোনও বাধা রইল না৷ তবে নিয়োগের ক্ষেত্রে প্রশিক্ষিতদের অগ্রাধিকার দিতে হবে৷ প্রশিক্ষিতদের নিয়োগের পর যদি শূন্যপদ থাকে সেখানে অপ্রশিক্ষিত প্রার্থীকে নিয়োগ করা যাবে৷ প্রাথমিক টেটের পাশাপশি উচ্চ প্রাথমিক টেটের ফলপ্রকাশও হবে আজই৷  ৫ লক্ষ ৪৩ হাজার পরীক্ষার্থীর ফল প্রকাশিত হবে বলে জানা গিয়েছে৷

এই রায় ঘোষণার পর প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্য জানিয়েছেন, “ফল তৈরিই আছে, আজই ফলপ্রকাশ হবে৷” আজ দুপুর একটায় পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে৷ ওয়েবসাইটেও জানা যাবে পরীক্ষার ফলাফল৷ জানা গিয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত এবং প্রশিক্ষণহীনদের দুটি তালিকা প্রকাশ করা হবে৷ এর পাশাপাশি, উচ্চ প্রাথমিক পরীক্ষার্থীদের ফলাফলও ওয়েবসাইটে প্রকাশিত হবে৷

Advertisement

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছেন, মামলা মিটে গেলেই অন্তত ৬৫ হাজার শিক্ষককে নিয়োগপত্র দেবে রাজ্য সরকার৷ আজ ফলপ্রকাশের ফলে সে পথ খুলে গেল বলেই মনে করা হচ্ছে৷

Advertisement

২০১৫ সালের এই প্রাথমিক টেটে পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ২২ লক্ষ৷ ২০১৫ সালে টেট হওয়ার কথা ছিল ৩০ আগস্ট৷ কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের বাস থেকে প্রশ্নপত্রের একটি বান্ডিল খোয়া যাওয়ায় পরীক্ষা পিছিয়ে ১১ অক্টোবর করা হয়৷ এই ঘটনাকে কেন্দ্র করেও মামলা দায়ের হয় হাই কোর্টে৷ অবশেষে হাই কোর্টের নির্দেশমতো বাতিল হওয়া টেটের প্রশ্নপত্র ওয়েবসাইটে আপলোড করে শিক্ষা সংসদ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ