Advertisement
Advertisement

Breaking News

৪ ঘণ্টা প্ল্যাটফর্মেই পড়ে রক্তাক্ত দেহ, দেরিতে ঘুম ভাঙল রেল পুলিশের

প্রায় চার ঘণ্টার বেশি সময় ধরে পড়ে ছিল মৃতদেহটি৷

The body found on platform, the police broke up late

ছবি: প্রতীকী

Published by: Kumaresh Halder
  • Posted:August 9, 2018 1:47 pm
  • Updated:August 9, 2018 1:47 pm

বিপ্লব দত্ত, কৃষ্ণনগর: এক নম্বর প্ল্যাটফর্মে একপ্রান্তে জমে জমাট রক্ত৷ পাশে পড়ে কাঠের টুকরো, রক্তাক্ত পাথর৷ একটু দুরেই দু’নম্বর প্ল্যাটফর্মে কালী মন্দিরের সামনে পড়ে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ৷ স্থানীয়দের অভিযোগ, ভোর থেকে চার ঘণ্টারও বেশি সময় ধরে পড়ে ছিল মৃতদেহটি৷ নদিয়ার শিমুরালি রেল স্টেশনের উপর দেহ পড়ে থাকতে দেখেও যাত্রী ও প্রশাসনের তরফে কোনও ব্যবস্থা না চূড়ান্ত গাফিলতির অভিযোগ উঠতে শুরু করেছে৷

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এদিন মৃতদেহটির পরনে ছিল ফুল প্যান্ট৷ মৃতের পিঠে ছিল অসংখ্য কালশিটে দাগ৷ পরে মৃতদেহ উদ্ধার খবর পেয়ে দীর্ঘক্ষণ পর ঘটনাস্থলে যায় রেল পুলিশ৷ দেহ দেখে রেল পুলিশের প্রাথমিক অনুমান, পিটিয়ে খুন করা হয়েছে ওই ব্যক্তিকে৷ বৃহস্পতিবার বেলা অবধি ওই যুবকের কোনও পরিচয় জানা যায়নি৷ মৃত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর৷ এদিন ভোর প্রায় চারটে নাগাদ ওই স্টেশনের দু’নম্বর প্ল্যাটফর্মের কালী মন্দিরের সামনে পড়েছিল অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়ে৷

Advertisement

[শ্বশুরের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূ খুন, চাঞ্চল্য সুভাষগ্রামে]

স্থানীয় লোকজনের অভিযোগ, প্রায় চার ঘণ্টারও বেশি সময় ধরে পড়েছিল ওই মৃতদেহ৷ স্টেশনে আসা লোকজন যা দেখে কার্যত শিউরে উঠেছেন৷ তারা জানিয়েছেন, শিমুরালি স্টেশনে দুটি প্ল্যাটফর্মে এদিন ভোরে অনেকেই এসেছিলেন স্টেশনে ট্রেন ধরার জন্য৷ তাঁদের মধ্যে ছিলেন সবজি বিক্রেতা সহ সাধারণ ও অফিস যাত্রীও৷ দু’নম্বর প্ল্যাটফর্মে মৃতদেহ দেখে তাঁরা শিউরে ওঠেন৷ আবার এক নম্বর প্ল্যাটফর্মে রক্তের দাগ ও ভাঙা কাঠের টুকরো, পাথর দেখে তাঁদের ধারণা, ওই ব্যক্তিকে কাঠ দিয়ে বা পাথর দিয়ে বেধড়ক মেরে খুন করা হয়৷ ব্যাপক মারধরের পর প্রাণে বাঁচতে ওই যুবক পালিয়ে দু’নম্বর প্ল্যাটফর্মে ওঠেন৷ সেখানেও তাঁকে বেধড়ক মারধরের মৃত্যু হয় ওই ব্যক্তির৷ তবে, মৃত ওই যুবকের পরিচয় এখনও জানতে পারেনি রেল পুলিশ৷ পুলিশে প্রাথমিক অনুমান, ওই যুবককে পিটিয়ে মারা  হয়েছে৷ তবে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার আগে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়৷  তবে, ঘটনায় সময় কী করছিলেন রেল পুলিশের কর্তারা৷ খোদ প্ল্যাটফর্মের উপর এক ব্যক্তিকে পিটিয়ে খুনের ঘটনা ঘটে গেলেও রেল কর্মীরা কিছুই জানতে পারলেন না? তাহলে কী রেল পুলিশ ও রেল কর্মীদের কাজে কোনও গাফিলতে রয়েছে? গোটা বিষয়টি তদন্ত শুরু করেছে পুলিশ৷

Advertisement

স্থানীয় মানুষের অভিযোগ, দীর্ঘক্ষণ প্ল্যাটফর্মে মৃতদেহ পড়ে থাকা সত্বেও রেল পুলিশ মৃতদেহ নিয়ে যেতে দেরি করে৷ যদিও, রানাঘাট জিআরপি সূত্রে বলা হয়েছে, তাঁরা খবর পাওয়া মাত্র মৃতদেহ নিয়ে এসে ময়নাতদন্ত করতে পাঠানো হয়েছে৷ কিন্তু, স্টেশনের উপর খুন ও ব্যক্তির রক্তাক্ত দেহ পড়ে থাকার খবর পেতে এতটা সময় লাগল পুলিশের? উঠছে প্রশ্ন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ