Advertisement
Advertisement

Breaking News

বাড়ছে আইনি জট, পঞ্চায়েত ভোট পিছিয়ে কবে?

পঞ্চায়েত ভোট কি গতবারের মতো আগস্ট মাসে গড়িয়ে যাবে?

The Panchayat vote will be rolled out in August
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 16, 2018 8:00 pm
  • Updated:December 3, 2018 6:11 pm

সুতীর্থ চক্রবর্তী : পঞ্চায়েত ভোট কি গতবারের মতো আগস্ট মাসে গড়িয়ে যাবে? সোমবার হাই কোর্টের ডিভিশন বেঞ্চ পঞ্চায়েত মামলাটি ফের সিঙ্গল বেঞ্চে পাঠিয়ে দেওয়ার পর এই জল্পনা তীব্র হয়েছে৷ ডিভিশন বেঞ্চ পঞ্চায়েত ভোট কবে, সেই নিয়ে রায় দিতে অস্বীকার করার পর এখন এটা একপ্রকার নিশ্চিত যে বর্তমান বিজ্ঞপ্তি অনুসারে ভোট আর হচ্ছে না৷ কারণ, সোমবারই ছিল বর্তমান বিজ্ঞপ্তি অনুযায়ী মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন৷ পঞ্চায়েত ভোট প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ আপাতত মঙ্গলবার দুপুর পর্যন্ত বহাল রয়েছে৷ যদি মঙ্গলবার দুপুরে সিঙ্গল বেঞ্চ ভোট সংক্রান্ত কোনও রায় দিয়েও দেয়, তাহলেও নতুন করে ভোটের বিজ্ঞপ্তি হবে বলেই আইনজ্ঞ মহলের ধারনা৷

[  প্রার্থীদের ভোট পর্যন্ত ধরে রাখা যাবে তো? চিন্তায় নাজেহাল বিরোধীরা ]

Advertisement

আইনজীবীরা মনে করছেন, নতুন করে ভোটের বিজ্ঞপ্তি হলে ভোট অনেকটাই পিছোতে হবে৷ কারণ, মনোনয়নের জন্য অন্তত নতুন করে দু’একটি দিন ধার্য করতে হবে৷ তারপরে মনোনয়ন প্রত্যাহারের জন্য আরও চারটি দিন দিতে হবে৷ ১৬ মে থেকে রমজান মাস পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে রমজান মাসের আগে ভোট প্রক্রিয়া শেষ করা একরকম অসম্ভব ব্যাপার৷ রমজান মাসের পর ভোট করতে গেলে তা অনিবার্য ভাবেই জুলাই মাসে গড়াবে৷ যেহেতু, বর্তমান পঞ্চায়েতগুলির মেয়াদ আগস্ট মাস পর্যন্ত রয়েছে, তাই ভোট শেষ পর্যন্ত আগস্ট পর্যন্ত গড়িয়ে গেলে অবাক হওয়ার কিছু নেই৷

Advertisement

 ‘কে কী রাখবে না তা ব্যক্তিগত ব্যাপার’, সিদ্দিকুল্লা প্রসঙ্গে বাউন্ডারি অনুব্রতর ]

কোর্টের হস্তক্ষেপে ভোটপ্রক্রিয়া চলাকালীন ভোট বন্ধ হয়ে যাওয়ার উদাহরণ দেশে খুব একটা নেই৷ কিন্তু, আমাদের রাজ্যে পঞ্চায়েত ভোটের ক্ষেত্রে সেটাই এখন ভবিতব্য হয়ে দাঁড়িয়েছে৷ আইনজ্ঞমহলের ধারণা, পরিস্থিতি যা তাতে বিকল্প কোনও পথ খুঁজে পাওয়া কঠিন৷ ডিভিশন বেঞ্চ মামলা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চে পাঠিয়েছে৷ সিঙ্গল বেঞ্চ আগামিকাল মামলার শুনানি করবে৷ শুনানির সঙ্গে সঙ্গে যে রায় হবে এমনটা স্পষ্ট নয়৷ স্থগিতাদেশের মেয়াদ আরও বাড়িয়ে সিঙ্গল বেঞ্চ শুনানি চালিয়ে যেতে পারে৷ সিঙ্গল বেঞ্চ যেদিনই রায় দিক, সেই রায় যে সবার পছন্দ হবে তেমন নয়৷ কোনও এক পক্ষ ফের ডিভিশন বেঞ্চে যেতেই পারে৷ হাই কোর্টের ডিভিশন বেঞ্চ থেকে মামলা ফের সুপ্রিম কোর্টেও গড়াতে পারে৷ অর্থাৎ, পঞ্চায়েত ভোট নিয়ে মামলাটির কবে নিষ্পত্তি হবে সেটাই এই মুহূর্তে চরম অনিশ্চয়তার মধ্যে৷ মামলার রায় দেখে তবেই পঞ্চায়েত ভোটের পরবর্তী নির্ঘণ্ট তৈরি করা সম্ভব৷ এক কথায়, পঞ্চায়েত ভোট কবে তা সম্পূর্ণ ঝুলে রয়েছে আদালতে৷ মে, জুন, জুলাই না আগস্ট পর্যন্ত ভোট গড়াবে, তা এখন একমাত্র আদালতই বলতে পারবে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ