Advertisement
Advertisement

Breaking News

বনধে গরহাজির, রায়গঞ্জে স্কুলে ঢুকতে বাধা শিক্ষকদের

তৃণমূলই বাধা দিয়েছে কি না, তা তদন্ত করে দেখা হবে৷

The teachers get stopped at school gate For Supporting Strike
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 3, 2016 4:42 pm
  • Updated:September 3, 2016 6:04 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বনধে স্কুলে আসেননি৷ আর তাই শনিবার স্কুলে ঢুকতেই পারলেন না সুভাষগঞ্জ দক্ষিণপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ছয় শিক্ষক-শিক্ষিকা৷ অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতৃত্বের  বাধাতেই স্কুলে ঢুকতে পারেননি তাঁরা৷ ফলে ব্যাহত হয় স্কুলের স্বাভাবিক কর্মসূচি৷

ঘটনা রায়গঞ্জে৷ স্কুল খোলা থাকলেও আসেননি প্রধান শিক্ষক-সহ ছয় শিক্ষক, শিক্ষিকা৷ শনিবার ঠিক সময়ে তাঁরা স্কুলে এলেও স্কুলগেটে তাঁদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ ওঠে৷ ঘটনার বর্ণনা দিয়ে প্রধান শিক্ষক শান্তনু অধিকারী জানিয়েছেন, “আমরা এবিপিটিএ-র সমর্থক এবং স্কুলের কমিটির তরফ থেকে বনধ সমর্থন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল৷ সেই মোতাবেক স্কুলে আসেননি শিক্ষক-শিক্ষিকারা৷ তবে এক শিক্ষিকা, যিনি বনধ সমর্থন করেন না, তিনি সঠিক সময়েই স্কুলে এসেছিলেন গতকাল৷ শনিবার আমরা যখন স্কুলে ঢুকতে যাই তখন তৃণমূল নেতৃত্ব ও স্থানীয় কয়েকজন মানুষ আমাদের স্কুলে ঢুকতে বাধা দেন৷ ফলে আজকে পূর্ব নির্ধারিত সাফাই কর্মসূচি করা সম্ভব হয়নি৷ পরীক্ষা ছিল তাও হয়নি৷ এমনকী আজ ছাত্র-ছাত্রীরা এলে তাদের মিড ডে মিল দেওয়াও সম্ভব হয়নি৷” স্কুলের স্বাভাবিক পঠন-পাঠন ব্যহত হওয়ার জন্য  নির্দিষ্টভাবে তৃণমূল নেতৃত্বের প্রতিই অভিযোগ করেন তিনি৷ স্থানীয় তৃণমূল নেতৃত্ব অবশ্য জানাচ্ছে, তৃণমূলই বাধা দিয়েছে কি না, তা তদন্ত করে দেখা হবে৷

Advertisement

শনিবার ডালহৌসি জুটমিলেও দেখা যায় একই ছবি৷ বনধের সমর্থনে যে শ্রমিকরা আসেননি, তাদের ঢুকতে বাধা দেওয়া জুটমিলেও৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ