BREAKING NEWS

১৮ চৈত্র  ১৪২৯  রবিবার ২ এপ্রিল ২০২৩ 

READ IN APP

Advertisement

দোলেও থিমের বাহার, ঝাড়গ্রামে নজরকাড়া মণ্ডপ

Published by: Sangbad Pratidin Digital |    Posted: March 1, 2018 4:33 pm|    Updated: March 1, 2018 4:33 pm

Theme based Dol Utsav in Jhargram

সুনীপা চক্রবর্তী, ঝাড়গ্রাম: বসন্ত উৎসব ঘিরে থিম আর মানুষের মিলন মেলা শুরু হল। ‘হাতের মুঠোয় স্বর্গ’এই বিষয় ভাবনায় অতি সুন্দর কারুকার্য বিশিষ্ট প্যান্ডেল আর রাধা কৃষ্ণের অলংকৃত মুর্তি সব নিয়ে জমে উঠেছে দোল উৎসব।

[হৃদমাঝারে লাগল পলাশ, মুঠো আবিরে রঙিন শান্তিনিকেতন]

জামবনি ব্লকের শাবলমারা সর্বজনীন দোল উৎসব কমিটি এবার তাদের ৬৩ তম বর্ষে হাতের মুঠোয় স্বর্গ থিমের মধ্য দিয়ে সাধারণ মানুষের মধ্যে ঐক্যের বন্ধনের এবং সম্প্রীতির বার্তা দিচ্ছে। এবারও দোল উৎসবকে কেন্দ্র করে আকর্ষনীয় নানা অনুষ্ঠান হচ্ছে। রংয়ের উৎসবকে কেন্দ্র করে এক মার্চ থেকে এগারো মার্চ পর্যন্ত বিরাট মেলা বসছে। এগারো দিনের এই মেলা ছাড়াও রাধা কৃষ্ণের মণ্ডপ প্রাঙ্গনে বসছে যাত্রা অনুষ্ঠান। আনন্দ উৎসবের পাশাপাশি রক্তদান, বস্ত্রদানের মতো কর্মসূচির মধ্য দিয়ে স্থানীয়দের পাশে দাঁড়িয়েছে উৎসব কমিটি। সাদা তুলো এবং হালকা গোলাপি রং এর থার্মকল দিলে সাজিয়ে তোলা হয়েছে প্যান্ডেলটিকে। বুধবার দোল উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল।

[‘বেলুনে বীর্য থাক বা না থাক, হোলি কি মহিলাদের হেনস্তার লাইসেন্স দেয়?’]

দোল উৎসব কমিটির সভাপতি, ঝাড়গ্রাম জেলা যুব তৃণমূলের সভাপতি দেবনাথ হাঁসদা বলেন “বহু পুরনো আমাদের এই দোল উৎসব। এলাকার মানুষের সাহায্য ছাড়া এত বড় উৎসব কখনওই সম্ভব হত না। আমরা সবাইকে আহ্বান করছি আমাদের এই দোল উৎসবে সবাই আসুন এবং আনন্দে মেতে উঠুন।” উৎসব কমিটির সম্পাদক শেখ আনোয়ার আলিও মিলনের এই মেলায় সাবাইকে স্বাগত জানিয়েছেন। ঝাড়গ্রাম শহর যুব তৃণমূলের সভাপতি অজিত মাহাতো বলেন “শাবলমারা গ্রামের এই দোল ঘিরে যে মেলা বসে তা সত্যিই এলাকার মানুষকে আনন্দ দিয়ে আসছে।” উৎসবের উদ্বোধন করেন সাংসদ উমা সোরেন। তিনিও জেলাবাসীকে দোলের শুভেচ্ছা জানান।

ছবি : সৌরজিৎ ভট্টাচার্য

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে