Advertisement
Advertisement

দূরপাল্লার ট্রেনের টিকিট প্রতারণা চক্রের পর্দাফাঁস, গ্রেপ্তার তিন

ধৃতদের জেরা শুরু করেছে রেল পুলিশ৷

three arrested for train ticket fraud case
Published by: Kumaresh Halder
  • Posted:November 25, 2018 4:01 pm
  • Updated:November 25, 2018 4:01 pm

নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: সময় মতো দূরপাল্লার ট্রেনের টিকিট না পেয়ে হয়রানির শিকার হয়ে সাধারণ যাত্রী মহলে দিনে দিনে বাড়ছিল ক্ষোভ৷ যাত্রী স্বাচ্ছন্দ্য ও পরিষেবা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছিল ভারতীয় রেলকে৷ কিন্তু, কেন এই অভিযোগ? যাত্রীর অভিযোগ মেটাতে অভিযানে নামতেই বড় সাফল্য পেলেন রেলের আধিকারিকরা৷ হাবড়া স্টেশন চত্বর থেকে রেলের টিকিট জালিয়াতি চক্রের তিন পাণ্ডাকে গ্রেপ্তার করেন রেল পুলিশের তদন্তকারী আধিকারিকরা৷

[পলাশিপাড়ায় শুটআউট, পরকীয়া সন্দেহে বন্ধুকে লক্ষ্য করে গুলি যুবকের]

ঘটনার তদন্তে নেমে রেল পুলিশের আধিকারিকরা জানতে পারেন, বিভিন্ন নামে আইআরসিটিসির একাধিক ভুয়ো আইডি খুলে দূরপাল্লার ট্রেনের টিকিট হাতিয়ে দেওয়ার কারবার চলছিল৷ অভিযোগ, অনলাইন থেকে টিকিট হাতিয়ে পরে তা গ্রাহকদের চাহিদা অনুযায়ী মোটা টাকায় বিক্রি করা হত৷ বেশি দাম দিয়ে টিকিট কিনতে অস্বীকার করা হলে যাত্রীদের সাফ জানিয়ে দেওয়া হত, বাড়তি টাকা না দিলে মিলবে না টিকিট৷ কাউন্টার থেকে টিকিট কাটলে মিলবে ওয়েটিং টিকিট৷ অগত্যা, মোটা টাকার বিনিময়ে ‘কনফার্ম টিকিট’ কাটতে বাধ্য হতেন যাত্রীরা৷

Advertisement

[প্যারাগ্লাইডিং করতে গিয়ে পাহাড়ে দুর্ঘটনা, মৃত্যু পাইলটের]

Advertisement

যাত্রীদের তরফে এই ঘটনা সামনে আসতেই নড়েচড়ে বসেন ভারতীয় রেলের আধিকারিকরা৷ অসাধু ব্যবসায়ী, দালালচক্রের অবসান ও কালোবাজারি ঠেকাতে তৎপরতা শুরু করে রেলের অপরাধ দমন শাখার আধিকারিকরা৷ তৈরি হয় একটি বিশেষ দল৷ গোপন সূত্রে খবর পেয়ে উত্তর ২৪ পরগনার হাবড়া স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালায় ভারতীয় রেলের অপরাধ দমন শাখা ও বনগাঁ আরপিএফের আধিকারিকরা৷ হাবড়া স্টেশন চত্বরে একটি ট্র্যাভেল সংস্থার কর্ণধার বিজয় দাস ও সঞ্জীবন ঘোষ নামে দু’জনকে গ্রেপ্তার করে রেল পুলিশ৷ পরে অভিযান চালিয়ে কৃষ্ণপদ দাস নামে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করে রেল পুলিশ৷ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় ৪ লক্ষ ৮০ হাজার টাকার দূরপাল্লার রেলের টিকিট৷ বাজেয়াপ্ত করা হয় বেশ কয়েকটি কম্পিউটর৷ ধৃতদের বিরুদ্ধে ১৪৩ নম্বর রেলওয়ে আইনে মামলা রুজু হয়েছে৷ রবিবার ধৃতদের বারাসাত জেলা আদালতে তোলা হয়৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ