সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের ৫৭১ টি বুথে চলছে পুনর্নির্বাচন, এরই মধ্যে সকাল সকাল ঝড়-বৃষ্টির সাক্ষী হল গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশকিছু অংশে। নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর -সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করছিল আবহাওয়া দপ্তর। জানিয়েছিল, কিছুক্ষণের মধ্যেই এই দুই জেলায় ঘণ্টায় প্রায় ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। ইতিমধ্যেই নদিয়ার বেশ কয়েকটি জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। বেশ কয়েকটি বুথে উপনির্বাচন চলছে। বৃষ্টির জন্য তা বিঘ্নিত হয়েছে।
[কড়া নিরাপত্তায় রাজ্যের ৫৭১টি বুথে শুরু হল পুনর্নির্বাচন]
ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। দুর্যোগের আঁচ পড়েছিল শহর কলকাতাতেও। কয়েক মিনিটের ঝড়েই লন্ডভন্ড হয়ে গিয়েছিল গোটা শহর, প্রাণ হারিয়েছিলেন ৮ জন। যদিও, শহর কলকাতায় কোনও ঝড়-বৃষ্টির পূর্বাভাস নেই। আজ শহর কলকাতার আকাশ পরিষ্কার থাকারই পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭.২ ডিগ্রি সেলসিয়াস।
[OMG! ফুলশয্যার রাতেই পালালেন নতুন বউ, টেরও পেলেন না স্বামী]
শুধু এরাজ্যে নয় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি্পাতের সম্ভাবনা রয়েছে উত্তরপূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্যে। অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। পার্শ্ববর্তী রাজ্য বিহার, ওড়িশা এবং ঝাড়খণ্ডেও একই পূর্বাভাস জারি করা হয়েছে। দক্ষিণ ভারতের বেশ কিছু প্রান্তেও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। অন্ধ্র এবং কন্নড় উপকূলে ঝড়বৃষ্টির সম্ভাবনা, বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেরালা, তামিলনাড়ু এবং পুদুচেরিতেও। এরই পাশাপাশি, অসম, মেঘালয়, তামিলনাড়ু, কেরল ও পুদুচেরির বেশ কিছু অংশে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী দু’দিন ধরেই এই রাজ্যগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে মনে করছে হাওয়া অফিস। ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে স্থানীয় প্রশাসনকে।এদিকে গতকাল রাতে নয়াদিল্লি সহ উত্তর ভারতের বেশ কিছু এলাকায় ধুলোঝড়ে বিপর্যস্ত হয় জনজীবন, আগামী কয়েক ঘণ্টায় ফের ধুলোঝড় হতে পারে বলে আশঙ্কা করছে মৌসম ভবন।