Advertisement
Advertisement

Breaking News

ভাটপাড়া

১৪৪ ধারার মধ্যেই ফের বোমাবাজি ভাটপাড়ায়, পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের

দুপুরের দিকে বিটি রোড অবরোধ করেন বিজেপি কর্মী, সমর্থকরা৷

Anti social hurls bomb near Kakinara Bazar in Bhatpara
Published by: Tanumoy Ghosal
  • Posted:June 21, 2019 10:40 am
  • Updated:June 21, 2019 5:39 pm

আকাশনীল ভট্টাচার্য, বারাকপুর: এলাকায় জারি ১৪৪ ধারা, মোতায়েন প্রচুর পুলিশ। এরইমধ্যে শুক্রবার সকালে ফের নতুন করে উত্তেজনা ছড়াল ভাটপাড়ায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, কাঁকিনাড়া বাজারে একটি দোকান লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়। যদিও শেষপর্যন্ত বোমাটি ফাটেনি। এলাকা ঘিরে রেখেছে পুলিশ। খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াড। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। এদিকে এই ঘটনার পর পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। বেলা গড়াতেই আবার বিটি রোড অবরোধ করে প্রতিবাদে শামিল হন তাঁরা৷ 

[আরও পড়ুন: ভাটপাড়ায় নিহতদের পরিবারের পাশে বিজেপি, ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা]

বৃহস্পতিবার সকালে কার্যত মুড়ি-মুড়কির মতো বোমাবাজি চলেছে ভাটপাড়ায়। সঙ্গে গুলিও। গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন দু’জন, আহত কমপক্ষে ৫। এই ঘটনার শুক্রবার সকালে থমথমে গোটা এলাকা। দোকানপাট বন্ধ, রাস্তাঘাট সুনসান। ভাটপাড়া ও লাগোয়া এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। রাস্তার মোড়ে মোড়ে মোতায়েন প্রচুর পুলিশ। এই যখন পরিস্থিতি, ঠিক তখনই ফের বোমাবাজির ঘটনায় আতঙ্ক ছড়াল ভাটপাড়ায় কাঁকিনাড়া বাজারে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সকালে বাইকে করে এসে কাঁকিনাড়া বাজারে একটি দোকান লক্ষ্য করে বোমা ছুঁড়ে পালিয়ে যায় দু’জন দুষ্কৃতী। তবে বোমাটি অবশ্য ফাটেনি। তবে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। দোকানটি পুলিশ ঘিরে রেখেছে। খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে। তবে বোমাটি শুক্রবার সকালে ছোঁড়া হয়েছে কিনা, তা অবশ্য ধন্দে পুলিশ। তদন্তকারীদের বক্তব্য, এমনও হতে পারে, বৃহস্পতিবার কাঁকিনাড়া বাজারে ওই দোকানের সামনে বোমাবাজি হয়েছিল। কিন্তু তখন বোমাটি কারও নজরে পড়েনি। 

Advertisement

অশান্ত পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ পুলিশ, এই অভিযোগে আগে থেকেই সরব স্থানীয় বিজেপি নেতৃত্ব৷ বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং সরাসরি অভিযোগ তুলেছিলেন, পুলিশের গুলিতেই মৃত্যু হয়েছে ২ কর্মীর৷ বেলা কিছুটা গড়াতেই বারাকপুর পুলিশ কমিশনারেট ঘিরে শুরু হয় বিক্ষোভ৷ বিটি রোডের একাংশ তাতে অবরুদ্ধ হয়ে পড়ে৷ যান চলাচল বিপর্যস্ত হয়৷ বিকেলে নিহত কর্মীদের মৃতদেহ ঘিরে মিছিল করার কর্মসূচি রয়েছে তাঁদের৷

Advertisement

এদিকে ভাটপাড়ায় গুলি-বোমা কাণ্ডে লেগেছে রাজনীতির রং। বৃহস্পতিবারই নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেছিলেন বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। শুক্রবার ভাটপাড়ায় আসার কথা বিজেপি কেন্দ্রীয় প্রতিনিধি দলের। পরিস্থিতি খতিয়ে দেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে রিপোর্ট দেবেন প্রতিনিধি দলের সদস্যরা। এমনকী, মৃতদেহটি নিয়ে ভাটপাড়া ও কলকাতা প্রতিবাদ মিছিল করারও কর্মসূচি নিয়েছে বিজেপি। নিহতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথাও ঘোষণা করেছে গেরুয়া শিবির।

[আরও পড়ুন: ভোট মিটলেও অশান্তি জারি ভাটপাড়ায়, অপসারিত বারাকপুরের কমিশনার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ