সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অডিও বিতর্কে অনুব্রতকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দিল তৃণমূল কংগ্রেস। আগামী চার ঘণ্টার মধ্যে ক্ষমা চাইতে হবে বর্ষীয়ান রাজনীতিবিদকে। না হলে তাঁকে শোকজ করা হবে বলেও জানানো হয়েছে তৃণমূলের তরফে। এদিকে বোলপুর থানার আইসি লিটন হালদারকে গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগে অনুব্রতের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে জেলা পুলিশ।
The party unequivocally disassociates and does not endorse the comments made by Anubrata Mondal against a police officer.
AdvertisementWe strongly condemn his use of derogatory & unacceptable abusive language.
The party hereby instructs him to tender an unconditional apology within the…
— All India Trinamool Congress (@AITCofficial) May 30, 2025
বুধবার রাতে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) নাম করে বোলপুর থানার আইসি লিটন হালদারকে গালিগালাজ করা হয় বলে অভিযোগ। পরিবার নিয়েও অশ্রাব্য কথা বলা হয় বলেও অভিযোগ উঠেছে। যদিও ওই অডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। অডিও ক্লিপটি ভাইরাল হতেই জেলা রাজনীতিতে শোরগোল পড়ে যায়। অনুব্রতর গ্রেপ্তারের দাবিতে সরব বিরোধী দল বিজেপি। উত্তাপ ক্রমশই বাড়ছিল। এই আবহে শুক্রবার সকালে তৃণমূলের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করে অনুব্রত মণ্ডলকে আগামী চার ঘণ্টায় ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে।
এদিকে আজ, বোলপুর থানায় যান বীরভূম জেলার পুলিশ সুপার আমনদীপ। সেখানে আধিকারিকদের সঙ্গে কথা বলে তিনি জানান, “বোলপুরের আইসিকে ফোনে হুমকি ও গালিগালাজ করার ঘটনায় এফআইআর করা হয়েছে। আইনানুযায়ী পদক্ষেপ করা হবে। পাশাপাশি অডিও কী করে ভাইরাল হল তা খতিয়ে দেখা হচ্ছে।” ভারতীয় ন্যায় সংহিতার ৭৫, ১৩২,২২৪,৩৫১ ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক রিকি আগরওয়াল।
তবে রাজনৈতিক মহলের একাংশের তরফ থেকে দাবি তোলা হয়, দু’জনের বার্তালাপ বাইরে এল কী করে, তা তদন্ত করে দু’জনকে শাস্তি দেওয়া হোক। তবে পুলিশ সুপার স্পষ্ট জানিয়েছেন যিনি ফোন করে হুমকি দিয়েছেন তাঁর বিরুদ্ধেই অভিযোগ এনে তদন্ত করা হচ্ছে। এই ঘটনার বিরুদ্ধে অনুব্রতর গ্রেপ্তারির দাবিতে সিউড়িতে বিজেপির মহিলা মোর্চা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায়। তারাও অভিযোগ দায়ের করবে বলে জানা গিয়েছে। অন্যদিকে সূত্রের খবর, অনুব্রতর চার নিরাপত্তারক্ষী ও নিরাপত্তার জন্য ব্যবহার করা একটি গাড়ি তুলে নেওয়া হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.