Advertisement
Advertisement

এগিয়ে আসছে নির্বাচন, চণ্ডীমায়ের মন্দিরে পুজো দিয়ে প্রচারে কল্যাণ বন্দ্যোপাধ্যায়

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রার্থীর নির্দেশ মেনেই প্রচার চলছে, জানালেন কর্মীরা।

TMC candidate Kalyan Banerjee starts poll campaign
Published by: Tiyasha Sarkar
  • Posted:March 23, 2019 2:53 pm
  • Updated:March 23, 2019 2:53 pm

দিব্যেন্দু মজুমদার, হুগলি: ক্রমেই এগিয়ে আসছে নির্বাচন। জোরকদমে প্রচার চালাচ্ছেন সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরাই। শনিবার সকালে হুগলিতে চণ্ডীমায়ের মন্দিরে পুজো দিয়ে প্রচারে নামলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নিজের কেন্দ্রের বিভিন্ন এলাকায় পদযাত্রায় পা মেলান তিনি। সেখান থেকে কেন্দ্রের বিরোধিতায় সরব হন তিনি। 

[আম নেই, আমসত্ত্ব দিয়ে আজ মালদহে রাহুলকে বরণ]

৬ মে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে ভোট। ভোটবাক্সে শক্তি পরীক্ষার আগে দলের বার্তা সকলের মধ্যে ছড়িয়ে দিতে প্রচারে ব্যস্ত পোড়খাওয়া রাজনীতিবিদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, শনিবার সকালে প্রথমে শ্রীরামপুরের চণ্ডীতলায় চণ্ডীমায়ের মন্দিরে পুজো দেন তিনি। এরপর সেখান থেকে সোজা বেড়িয়ে পড়েন প্রচারের উদ্দেশ্যে। তাঁর সঙ্গে ছিলেন প্রচুর তৃণমূলের কর্মী সমর্থকরা। এদিন শ্রীরামপুরের কেরিজহাট, কালিপুর-সহ বিভিন্ন এলাকায় পদযাত্রা করেন তিনি। সেখান থেকেই জয়ের বিষয়ে কর্মীদের আশ্বাস দেন তিনি। পাশাপাশি, দলের কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন এলাকার সব বাড়ি বাড়ি যেতে হবে। তাদের সমস্যার কথা জানতে হবে। দলের বার্তা পৌঁছে দিতে হবে তাঁদের মধ্যে। সেইসঙ্গে, মিছিল থেকে কেন্দ্রীয় সরকারকে তোপ দাগেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ” চৌকিদার এখন চোর হয়ে গিয়েছে।” সেই সঙ্গে অমিত শাহ প্রসঙ্গে তিনি বলেন, “প্রধানমন্ত্রী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি রাজ্যে অরাজকতার সৃষ্টি করছেন।”

Advertisement

[‘হাত মুচড়ে দিন’, কেন্দ্রীয় বাহিনীকে হুমকি দিয়ে কমিশনের কোপে তৃণমূল নেতা]

প্রার্থী তালিকার প্রকাশের পর থেকেই জোরকদমে নিজের কেন্দ্রে প্রচার শুরু করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার কেন্দ্রের বিভিন্ন জায়গায় কর্মিসভারও আয়োজন করেন তিনি। আগেই তিনি কর্মীদের নির্দেশ দিয়েছিলেন নির্বাচনের আগে অন্তত তিনবার করে তাঁর কেন্দ্রের অন্তর্ভুক্ত প্রত্যেকের বাড়ি যাওয়ার। সেই মতোই প্রচার চলছে কি না সে বিষয়েও খোঁজখবর নেন তিনি। কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রত্যেকে নিজের কর্তব্যপালনের ক্ষেত্রে সতর্ক থাকলেই কোনও সমস্যা হবে না। স্থানীয় তৃণমূল নেতা-কর্মীদের তরফে জানা গিয়েছে, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রার্থীর নির্দেশ মেনেই প্রচার চলছে। জয়ের বিষয়ে একশো শতাংশ আশাবাদী তাঁরা।             

Advertisement

দেখুন ভিডিও: 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ