Advertisement
Advertisement

কালীপুজোর উদ্বোধনে ব্রাত্য কাউন্সিলর, ক্লাবের সম্পাদকের বাড়িতে ভাঙচুর

অভিযুক্ত শাসকদলের ওয়ার্ড সভাপতি।

TMC faction feud in Durgapur
Published by: Tanumoy Ghosal
  • Posted:November 6, 2018 8:15 pm
  • Updated:November 6, 2018 8:15 pm

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: এলাকার একটি ক্লাবে দীর্ঘদিন ধরে কালীপুজো হয়। এবার পুজোর উদ্বোধন করেছেন মেয়র। কিন্তু, উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি স্থানীয় কাউন্সিলর! সেই রাগেই ক্লাব সম্পাদকের বাড়িতে ওয়ার্ড সভাপতির নেতৃত্বে স্থানীয় তৃণমূলকর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ। দুর্গাপুর থানায় এফআইআর করেছেন ওই ক্লাবের আক্রান্ত সম্পাদক। এদিকে কাউন্সিলের দাবি, সিপিএম প্রভাবিত ওই ক্লাবের অনেক সদস্যই এখন শাসকদলে যোগ দিয়েছেন। ক্লাবের সম্পাদক একসময়ে দাপুটে সিপিএম নেতা হিসেবে পরিচিত ছিলেন। সেকারণে তাঁর বাড়িতে হামলা চালিয়েছেন ক্লাবের সদস্যরাই।

[দুর্গাপুজোর পর এবার চন্দননগরে জগদ্ধাত্রী কার্নিভাল]

Advertisement

তৃণমূল পরিচালিত দুর্গাপুর পুরনিগমের মেয়র দিলীপ অগস্তি। আর দশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রাজীব ঘোষ। ওই ওয়ার্ডের অশোক অ্যাভিনিউয়ের ইস্পাত ক্লাবে কালীপুজো হয়। সোমবার পুজোর উদ্বোধন করেন দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্তি। কিন্তু, অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি কাউন্সিলর রাজীব ঘোষকে। ইস্পাত ক্লাবের সম্পাদক তপন চক্রবর্তীর অভিযোগ, উদ্বোধনের পর রাতেই শাসকদলের ওয়ার্ড সভাপতি অপু বোসের নেতৃত্বে শাসকদলের জনা কয়েক সমর্থক তাঁর বাড়িতে চড়াও হন। আধঘণ্টা ধরে রীতিমতো ভাঙচুর চলে। সঙ্গে অশ্রাব্য গালিগালাজ। তখন বৃদ্ধা মা, স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বাড়িতেই ছিলেন তিনি। ঘটনায় আতঙ্কিত দুর্গাপুরের ইস্পাত ক্লাবের সম্পাদক তপন চক্রবর্তী। ওয়ার্ড সভাপতি-সহ শাসকদলের বেশ কয়েকজন কর্মীর বিরুদ্ধে থানার অভিযোগ দায়ের করেছেন তিনি।

Advertisement

এদিকে কালীপুজোর উদ্বোধনে ডাক না পেয়ে ক্লাব সম্পাদকের বাড়িতে হামলার অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর রাজীব ঘোষ। তাঁর দাবি, একসময়ে ইস্পাত ক্লাবের বেশিরভাগ সদস্যই সিপিএম করতেন। ক্লাবের সম্পাদক তপন চক্রবর্তী নিজেও বাম দলের দাপুটে নেতা হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু, ক্লাবে নতুন সদস্যরা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। তাঁরাই ক্লাব সম্পাদকের বাড়িতে হামলা চালিয়েছিলেন। দলের ওয়ার্ড সভাপতি এই ঘটনায় সঙ্গে যুক্ত নন।

ছবি: উদয়ন গুহরায়

[ ভূত চতুর্দশীর রাতে আসানসোলের এই গাছে ঘটে অবিশ্বাস্য ঘটনা!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ