BREAKING NEWS

১৫ চৈত্র  ১৪২৯  বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

মমতাকে নিয়ে কেন আপনি গর্বিত, উত্তর দিলে আকর্ষণীয় পুরস্কার!

Published by: Subhamay Mandal |    Posted: August 3, 2019 2:29 pm|    Updated: August 3, 2019 2:29 pm

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: ‘দিদিকে বলো’ উদ্যোগ ব্যাপক সাড়া ফেলেছিল প্রথম দিনই। কিন্তু নাগরিকদের এই উদ্যোগ নিয়ে প্রতিক্রিয়া কী? তা কতটা গ্রহণযোগ্য হল, জানাতে ভিডিও করে পাঠাতে বলল তৃণমূল। একেবারে খালি হাতে ভিডিও নয়, জানানো হয়েছে সেরা তিনটি ভিডিও পাবে পুরস্কারও।

‘দিদিকে বলো’ ফেসবুক পেজ থেকে সদ্যই এই পোস্ট করা হয়েছে। তাতেই জানানো হয়েছে প্রথম তিনদিনে ২ লাখেরও বেশি মানুষ নাম নথিভুক্ত করেছেন। অসংখ্য অভিযোগ এসেছে। জমা পড়েছে একাধিক মতামতও। সেসব রাখা হয়েছে একেবারে গোপনে। সেই পোস্টেই ৬৩০৯৯৫৭৬১০ হোয়াটসঅ্যাপ নম্বরটি দেওয়া হয়েছে। সেই নম্বরেই ভিডিও করে পাঠাতে বলা হয়েছে। কী ধরনের পুরস্কার দেওয়া হবে, তা অবশ্য খোলসা করা হয়নি। শুধু জানানো হয়েছে চমকপ্রদ পুরস্কারের কথা।

[আরও পড়ুন: রাজ্যের প্রকল্পকে দরাজ সার্টিফিকেট কেন্দ্রের, প্রশংসিত মুখ্যমন্ত্রীর সাধের ‘নির্মল বাংলা’]

এই ধরনের জনসংযোগ পর্বে আরও একটি উদ্যোগ নেওয়া হয়েছে। ‘আমার গর্ব মমতা’ নামে আরও একটি উদ্যোগ নেওয়া হয়েছে। কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গর্ব অনুভব করেন, তা জানাতে বলা হয়েছে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব সর্বত্র পেজ বা চ্যানেল খোলা হয়েছে। নির্দিষ্ট জায়গায় মন্তব্য করে মতামত জানানো যাবে। ফেসবুক পেজটিতে বলা হয়েছে, “দিদি আপনাদের জন্য লড়েছেন, আমাদের পাশে দাঁড়িয়েছে, আমাদের জন্য নিরলস পরিশ্রম করছেন। বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের গর্ব আমাদের দিদি।” এর পরই মতামত দেওয়ার কথা বলা হয়েছে।

বস্তুত, দু’বছরের মাথায় বিধানসভা ভোট। লোকসভা ভোটের ফলাফলের পর ২০২১-এর রণকৌশল স্থির করে একেবারে উঠেপড়ে লেগেছে তৃণমূল কংগ্রেস। জনসংযোগে একের পর এক উদ্যোগ নিচ্ছে। বুথস্তরে পৌঁছে গিয়ে মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগে মন দিয়েছে। সেই পর্বে এই ধরনের উদ্যোগ অভিনব জনসংযোগেরই আরও একটি মাধ্যম বলে মনে করা হচ্ছে।

 

দিদি আমাদের জন্য লড়েছেন, আমাদের পাশে দাঁড়িয়েছেন, আমাদের জন্য নিরলস পরিশ্রম করছেন। বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের গর্ব আমাদের দিদি। #আমারগর্বমমতা কমেন্ট করে জানান কেন দিদি আপনাদের গর্ব

Posted by Aamar Gorbo Mamata on Thursday, August 1, 2019

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে