Advertisement
Advertisement

Breaking News

রামপুরহাটে জাতীয় সড়কে দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন অনুব্রত মণ্ডল

কীভাবে দুর্ঘটনা ঘটল?

TMC leader Anubrata Mandal met with an accident at Rampurhat
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 11, 2018 12:25 pm
  • Updated:August 7, 2021 12:46 pm

নন্দন দত্ত, বীরভূম: মন্ত্রী তো দূর অস্ত, জনপ্রতিনিধিও নন। কিন্তু, তাও বীরভূমে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার। গত রবিরার থেকে জেড ক্যাটেগরির নিরাপত্তা পাচ্ছেন শাসকদলের এই ডাকাবুকো নেতা। ঘটনাচক্রে, বাড়তি নিরাপত্তা পাওয়ার কয়েকদিনের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়লেন অনুব্রত। শনিবার বীরভূমের মুরাইয়ে তাঁর গাড়িতে ধাক্কা মারে একটি ডাম্পার। তবে গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও, বরাতজোরে রক্ষা পেয়েছেন তৃণমূলের জেলা সভাপতি। ডাম্পারের চালক-সহ ৪ জনকে আটক করেছে রামপুরহাট থানার পুলিশ।

[পড়শির স্ত্রীর প্রেমে ‘পাগল’, পথের কাঁটা সরাতে স্বামীকে খুনের ছক]

Advertisement

পঞ্চায়েত ভোটের আগে এখন দম ফেলার ফুরসৎ নেই তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের। প্রায় রোজই জেলার কোথাও জনসভা, আবার কোথাও কর্মীদের নিয়ে সভা করছেন তিনি। শনিবার শাসকদলের একটি জনসভায় যোগ দিতে মুরারইয়ে গিয়েছিলেন অনুব্রত মণ্ডল। সন্ধ্যায় ফেরার পথে, রামপুরহাট বাসস্ট্যান্ডের কাছে ৬০ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। জেলা সভাপতির গাড়িতে সজোরে ধাক্কা মারে একটি ডাম্পার। গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বরাতজোরে রক্ষা পেয়েছেন শাসকদলের ডাকাবুকো নেতা। ডাম্পারের চালক-সহ চারজনকে আটক করেছে রামপুরহাট থানার পুলিশ।

Advertisement

[পোশাকে আপত্তি, ছাত্রীদের শৌচালয়ে ঢুকলেন প্রধান শিক্ষক]

কিন্তু, কীভাবে দুর্ঘটনা ঘটল? পুলিশ জানিয়েছে, শনিবার দিনভর রামপুরহাটে ৬০ নম্বর জাতীয় সড়কে তীব্র যানজট ছিল। রামপুরহাটের মনসুবা মোড় থেকে নলহাটি পর্যন্ত জাতীয় সড়কে তিন লাইনে সার দাঁড়িয়েছিল গাড়ি। মুরাইয়ে জনসভায় যোগ দিতে যাওয়ার পথে যানজটে পড়েছিলেন অনুব্রত মণ্ডলও। সন্ধ্যায় যখন জনসভা থেকে ফিরছিলেন তিনি, তখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যানজটের মধ্যেই জেড ক্যাটেগরির নিরাপত্তাপ্রাপ্ত শাসকদলের নেতার কনভয়টি পার করিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন কর্তব্যরত পুলিশকর্মীরা। পাইলটের কারের পিছনেই ছিল অনুব্রত মণ্ডলের গাড়ি। পাইলট কারটি বেরিয়ে যাওয়ার পর আচমকাই কনভয়ে মধ্যে ঢুকে পড়ে একটি ডাম্পার। অনুব্রতের গাড়ির ডানদিকে ধাক্কা মারে সেটি। চালকের তৎপরতায় রক্ষা পান তৃণমূলের এই ডাকাবুকো নেতা। তবে ডাম্পারের ধাক্কায় তাঁর গাড়িটির ক্ষতি হয়েছে। দুর্ঘটনার পর খালাসি পালিয়ে গেলেও, ডাম্পারের চালককে ঘরে ফেলেন নিরাপত্তারক্ষীরা।

[শুক্রবার ছেলেরা দাহ করলেন, শনিবার ‘মৃত’ ব্যক্তি ফিরলেন বাড়িতে!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ