Advertisement
Advertisement

এগিয়ে আসছে বিধানসভা নির্বাচন? অনুব্রতর মন্তব্যে উসকে উঠল জল্পনা

কী বললেন অনুব্রত মণ্ডল?

TMC leader Anubrata Mondal hints early assembly election of 2021
Published by: Bishakha Pal
  • Posted:December 16, 2019 9:05 pm
  • Updated:December 16, 2019 9:53 pm

ধীমান রায়, কাটোয়া: বিধানসভা ভোট এগিয়ে আসতে পারে? এমনই ইঙ্গিত দিলেন তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। আর সোমবার তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা।

সোমবার গুসকরা শহরে আউশগ্রাম বিধানসভা এলাকার দলীয় কর্মীদের নিয়ে কর্মী সম্মেলন করেন অনুব্রত মণ্ডল। বিধানসভা এলাকার ১৪টি অঞ্চলের নেতৃত্বদের পাশাপাশি বুথস্তরের নেতা ও ১০ জন করে কর্মীকে ডাকা হয়েছিল। আউশগ্রাম ১ ব্লক, আউশগ্রাম ২ ব্লক ও গুসকরা পুর এলাকার কর্মীদের নিয়ে এদিন বৈঠক করেন অনুব্রত। ২৬৯ টি বুথের দলীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তিনি প্রতিটি অঞ্চল ও বুথে বিগত লোকসভা ভোটের ফলাফল তুলে ধরে জানতে চান বিধানসভা ভোটে সেইসব বুথ ও অঞ্চল থেকে দল কত লিড পাবে। তখনই তিনি বেরেন্ডা অঞ্চল সভাপতি হাকিম শেখের কাছে সাংগঠনিক খোঁজখবর নেওয়ার সময় বলেন, “অন্য কোনওদিকে যাস না। বুথে বুথে বসে মিটিং কর। কারণ বিধানসভা ভোট এগিয়ে আসতে পারে।” স্বভাবতই এমন বলার পর সাংবাদিকরা অনুব্রতর কাছে জানতে চান, তবে কি এগিয়ে আসছে বিধানসভা ভোট? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বললেন, বিধানসভা নির্বাচন একবছর আগে হতেই পারে। এটা কোনও ব্যাপার নয়। আমাদের কর্মীরা তৈরির আছে।”

Advertisement

[ আরও পড়ুন: প্রতিবেশীর পারিবারিক গণ্ডগোল থামাতে গিয়ে গুলিবিদ্ধ বধূ, চাঞ্চল্য ধুবুলিয়ায় ]

এদিন সংশোধিত নাগরিকত্ব আইন প্রসঙ্গে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে অনুব্রত বলেন, “NRC নিয়ে রাজ্যে যে হিংসাত্মক আন্দোলন হচ্ছে তা অন্যায় হচ্ছে। আজ সারা ভারতের মধ্যে প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমি NRC মানব না। এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে মহারাষ্ট্র, পঞ্জাব, মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, ওড়িশা, তেলেঙ্গানা, বিহার, রাজস্থান- সব রাজ্যই বলছে মানব না। কিন্তু তখন মমতা বন্দ্যোপাধ্যায় একা বলেছিলেন মানব না। তাহলে এখন বোঝা যাচ্ছে মমতার সিদ্ধান্তটা কিন্তু সবসময় ঠিক থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় গরিবের পাশে সবসময় থাকেন। ওরা এখন যা চিন্তা করছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনবছর আগে চিন্তা করেছিলেন।”

তবে এদিন রাজ্যজুড়ে যে হিংসাত্মক আন্দোলন চলছে, তাতে বিজেপিকেই দায়ী করেছেন অনুব্রত। তিনি বলেন, “এই ঝামেলার পিছনে সম্পূর্ণ ইন্ধন রয়েছে বিজেপির। এটা সবাই বুঝতে পারছে। এটা পয়সা দিয়ে করানো হচ্ছে। বিজেপি পশ্চিমবঙ্গে দাঙ্গা লাগাতে চাইছে।” অনুব্রত আরও বলেন, “আমরা সব মানুষকে বলছি, কেউ হিংসা ছড়াবেন না। বিভ্রান্তিতে কেউ কান দেবেন না। সকলে সংযত থাকুন। শান্তিপুর্ণভাবে মিটিং মিছিল করুন। যারা বাস পোড়াচ্ছেন, ট্রেনে আগুন দিচ্ছেন তারা সরকারের ক্ষতি করছেন। এটা করবে না।” এরপর বিজেপির উদ্দেশ্যে হুমকি দিয়ে তৃণমূল নেতা বলেন, “বিজেপি যতই দিল্লিতে লাফাক। আমরা NRC হতে দেব না।”

ছবি: জয়ন্ত দাস।

[ আরও পড়ুন: লটারি জিতে রাতারাতি কোটিপতি! টাকা হাতাতে খুনের আশঙ্কায় থানার দ্বারস্থ কিশোর ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement