Advertisement
Advertisement
তৃণমূল

বুথের মধ্যে প্রক্সি ভোটের অভিযোগ, কাঠগড়ায় যুব তৃণমূল নেতা

অভিযোগ অস্বীকার শাসকদলের৷

TMC leader cast proxy vote in a booth at Tarkeshwar
Published by: Tanujit Das
  • Posted:May 6, 2019 1:06 pm
  • Updated:August 9, 2021 5:08 pm

দিব্যেন্দু মজুমদার, হুগলি: ইভিএমের কাছে ভোটাররা যাচ্ছেন কিন্তু ভোট দিচ্ছেন না৷ কেন? কারণ, তাঁদের হয়ে ভোটটি দিয়ে দিচ্ছেন অন্য কেউ৷ সোমবার সকালে এমনই ছবি ধরা পড়েছে আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত তারকেশ্বরের নস্করপাড়ায়৷ অভিযোগের তির স্থানীয় যুব তৃণমূল নেতা মহারাজা নাগের বিরুদ্ধে৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তিনি৷

[ আরও পড়ুন: ‘জয় শ্রীরাম’ না বলায় মারধর, শ্লীলতাহানির অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে]

Advertisement

তাঁর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার এবং ছাপ্পা ভোট দেওয়ার স্পষ্ট অভিযোগ করেছেন বিরোধীরা৷ তাঁরা জানান, প্রথমে নস্করপাড়ার ১১০ নম্বর বুথের বাইরে ভোটারদের ভয় দেখাচ্ছিলেন এই যুব তৃণমূল নেতা৷ ভোটগ্রহণ কেন্দ্রে যাঁরা আসছিলেন, তাঁদের নির্দেশ দিচ্ছিলেন ১ নম্বর বোতাম টিপে তৃণমূলকে ভোট দিতে হবে৷ মহিলা থেকে পুরুষ সকলকে নির্দেশ দিচ্ছিলেন তিনি৷ এরপর কমিশনের আধিকারিকদের পরোয়া না করেই সোজা বুথের মধ্যে ঢুকে পড়েন তিনি৷ সেখানে আসা ভোটারদের ইভিএমের কাছে নিয়ে গিয়ে, তাঁদের ভোট নিজের হাতেই দেন মহারাজ নাগ৷

[ আরও পড়ুন: বারাকপুরে আক্রান্ত অর্জুন সিং, ঘটনার রিপোর্ট তলব কমিশনের ]

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত যুব তৃণমূল নেতা৷ সাফাই দিতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করেছেন তিনি৷ কখনও বলেছেন, তিনি এজেন্ট৷ আবার কখনও তাঁর দাবি, নিজের ঠাকুমাকেই কেবলমাত্র ভোটদানে সাহায্য করেছেন৷ অন্য কারও হয়ে ভোট দেননি৷ কিন্তু তাঁর এই দাবি মানতে নারাজ বিরোধীরা৷ এই ঘটনায় ইতিমধ্যে ওই বুথের প্রিসাইডিং অফিসারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে৷ কীভাবে একজন বহিরাগত ব্যক্তি বুথের ভিতরে ঢুকলেন৷ এবং অবাধে অন্যের হয়ে ভোট দিলেন, সেই প্রশ্নই তুলেছে বিরোধীরা৷ ঘটনার ছবি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে কমিশন৷ ইতিমধ্যেই সরানো হয়েছে ওই বুথের প্রিসাইডিং অফিসারকে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement